ঢাকা (রাত ৯:০৬) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুমারখালীতে পাখি ভ্যান ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ : নিহত-২

রফিকুল ইসলাম,কুষ্টিয়া রফিকুল ইসলাম,কুষ্টিয়া Clock শনিবার রাত ১১:৫৮, ১২ সেপ্টেম্বর, ২০২০

শনিবার বিকেল ৩ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কস্থ কুমারখালির তরুণ মোড়ের নিকটবর্তী শিপলু ফিলিং স্টেশনের সন্মুখ স্থানে পাখি ভ্যান ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনছান (৩০) ও রমজান (৩৫) নামের ২ জন নিহত হয়েছে।

নিহত ইনছান মাদারীপুরের শিবচর এলাকার ফয়জুল খাঁর ছেলে ও রমজান একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহতরা মোটরসাইকেল যোগে কুষ্টিয়া লালন শাহ’র মাজারে যাওয়ার সময় উল্লেখিত এলাকায় পৌঁছালে ভ্যানের সাথে ধাক্কা লেগে চালক ও আরোহী রোডের উপর পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা পালসার মোটরসাইকেল তাদেরকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এতে রমজানের মুখের উপর দিয়ে চাকা ওঠে যাওয়ায় তার অবস্থা আশংকাজনক হয়। এসময় স্থানীয়রা তাদেরকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, দূর্ঘটনার পর আহত দুই জনকেই প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হয়ে আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT