ঢাকা (রাত ৮:২১) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


কাজী একেএমএ শাকুর আর নেই

সিলেট জেলা ২৯০২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ১০:১৮, ১৯ মার্চ, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, গভর্ণিং বডির অন্যতম সদস্য, এলাকার প্রবীণ মুরব্বি কাজী মাওলানা একেএম আব্দুস শাকুর (৯০) বুধবার ভোর ৪.৪২ মিনিটে বাধ্যর্কজনিত কারণে দৌলতপুর (চরিয়া) গ্রামে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৯ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। এ দিন বেলা দু’টায় পরগনাহী দৌলতপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে সার্বজনিন গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।

উল্লেখ্য প্রবীণ মাদ্রাসা অধ্যক্ষ কাজী মাওলানা একেএম আব্দুস শাকুর বড়লেখা উপজেলার এক সময়কার বর্ণী, দাসেরবাজার, নিজ বাহাদুরপুর, দক্ষিন শাহবাজপুর, তালিম পুর ইউনিয়নের নিকাহ রেজিষ্টার।

তিনি উপজেলার দক্ষিনভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে ১৯ বছর, শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ে ৪ বছর শিক্ষকতা করেন এবং অবসর গ্রহণ পূর্ব পরগনাহী দৌলতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়াও তিনি বিয়ানীবাজার উপজেলার দাসউরা সিনিয়র মাদ্রাসায় ৫ বৎসর সুনামের সাথে শিক্ষকতা করেছেন। তাঁর হাতে গড়া অসংখ্য ছাত্র দেশে বিদেশে স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত।

প্রবীণ এ শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, রফিকুল ইসলাম সুন্দর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, সুজাউল ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান,পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ লুৎফুর রহমান, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল গফফার, ইটাউরী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, দাসউরা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ বদরুল ইসলাম, দক্ষিনভাগ এন,সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুক আহমদ, শাহবাজপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত, ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক এনাম উদ্দিন মাসন, গল্লাসাঙ্গন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মান্নান আজাদ, বড়লেখা জামেয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার ইসলাম উদ্দিন, মোহাম্মদিয়া ডিগ্রী মাদ্রাসার সাবেক শিক্ষক আজির উদ্দিন,উত্তর শাহবাজপুর দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ সাইফুল্লাহ বড়লেখা উপজেলা কাজী সমিতির সেক্রেটারী কাজী রফিক উদ্দিন, সাংবাদিক কাজী রমিজ উদ্দিন ও সাংবাদিক মোঃ ইবাদুর রহমান জাকির প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT