ঢাকা (রাত ৯:১১) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


করোনা জয় করে বাড়ী ফিরলেন কেশবপুরের ১০ ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ১০:০৭, ১১ মে, ২০২০

মোরশেদ আলম, যশোর প্রতিনিধিঃ  করোনা যুদ্ধে জয়ী হলেন যশোরের কেশবপুর উপজেলায় ১২ জন আক্রান্তদের মধ্যে দশজন। করোনা যুদ্ধে জয়ী হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়ে আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ফুলেল শুভেচ্ছা জানান যশোর জেলার সিভিল সার্জন ডাক্তার মোঃ শাহিন ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান।

করোনা ভাইরাসে আক্রান্তদের রিপোর্ট নেগেটিভ আসায় সোমবার বিকেলে তাদেরকে করোনা ওয়ার্ডের আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আক্রান্তরা এখন সবাই সুস্থ । তারা পূর্বের মতো আবার নিজ নিজ কর্মে আত্মনিয়োগ করতে পারবেন। করোনা যুদ্ধে জয়ীদের মধ্যে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আটজন রয়েছেন। তাদের মধ্যে ২ জন মেডিকেল অফিসার, ২ জন সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ২ জন স্বাস্থ্যকর্মী, একজন টেকনিশিয়ান ও একজন সহকারী স্বাস্থ্য কর্মী রয়েছেন। এছাড়া অন্য দুইজন হল উপজেলার ধর্মপুর গ্রামের একজন গৃহবধূ, অপরজন বাইশা গ্রামের একজন।

উপজেলায় মোট আক্রান্ত ১২ জনের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। আক্রান্ত অপর দুইজন আইসোলেশন রয়েছে। করোনা যুদ্ধে জয়ীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে যশোরের সিভিল সার্জন মোঃ আবু শাহিন জানান, করোনা যুদ্ধে জয়ীরা আবার পুরোদমে মানুষের স্বাস্থ্য সেবায় নিয়োজিত হবেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT