ঢাকা (সকাল ৬:৩০) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


কক্সবাজার সমুদ্র সৈকতে নেই স্বাস্থ্যবিধি!

শফিউল আলম,কক্সবাজার শফিউল আলম,কক্সবাজার Clock শনিবার দুপুর ০১:৫১, ১৯ ডিসেম্বর, ২০২০

বিশ্বে মহামারী করোনাভাইরাসের আবহাওয়া বিরূপ থাকলেও বিজয় দিবসের ছুটিতে প্রতিবারের মতো লাখো পর্যটকে মুখর ছিলো পর্যটন নগরী কক্সবাজার। করোনা উপেক্ষা করে দেশিবিদেশি পর্যটকের পদভারে এবারও মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার সৈকত, অলিগলি পর্যটন স্পটগুলো।

সমুদ্র সৈকতসহ জেলার পর্যটন স্পটগুলো পর্যটকদের কোলাহলে নতুন করে প্রাণচঞ্চল হয়ে উঠেছে। তবে অধিকাংশ ভাঙ্গা রাস্তাঘাটে সৃষ্টি হচ্ছে মারাত্মক যানজট। একদিকে যানজট, অপরদিকে মিলছে না যানবাহন সাথে করোনা তো আছেই!

তবুও খালি নেই চার শতাধিক হোটেলের কোনো কক্ষ! বিজয় দিবসের ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়ে কোথাও কোথাও পাওয়া যাচ্ছে হয়রানির অভিযোগ। পাশাপাশি করোনায় স্ব্যস্থবিধি মানার কথা থাকলেও অধিকাংশ হোটেলে মানছে না বলে আসছে অভিযোগ।

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের আনাগোনায় বেশ জমজমাট থাকবে কক্সবাজার। খবর নিয়ে জানা গেছে, শহরের চার শতাধিক হোটেলের প্রায় কক্ষ কয়েকভাগে আগাম বুকড হয়ে গেছে।

এদিকে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের কোন জাহাজেই সিট মিলছে না। সব জাহাজের টিকেট অগ্রীম বিক্রি হয়ে গেছে। প্রতি বছর বিজয় দিবসের ছুটির মাধ্যমে নতুন বছরের প্রথম দশদিন পর্যটকের ভিড়ে ডুবে যায় কক্সবাজার। এবছরও এর ব্যতিক্রম হয়নি। প্রাণঘাতী করোনা সংক্রমণের ভয় নিয়েও সতর্কঅসতর্ক অবস্থায় বিপুলসংখ্যক পর্যটক ছুটে এসেছেন পৃথিবীর দীর্ঘতম এই সৈকতে।

পাশাপাশি মহেশখালী, সেন্টমার্টিনহিমছড়ি, ইনানী, দরিয়ানগর, সোনাদিয়া, বঙ্গবন্ধু সাফারি পার্কসহ পর্যটন এলাকাগুলো বিপুল পর্যটক সমাগমে যেন পর্যটনে সুদিন ফিরেছে। কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট, বৌদ্ধ মন্দির রামুর বৌদ্ধ মন্দিরেও পর্যটক আনাগোনা প্রচুর। হোটেল ব্যবসায়ীরা জানান, বিজয় দিবসের ছুটিতে হোটেল, গেস্ট হাউজ কটেজ পর্যটকে ভরে গেছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বলেন, বিজয় দিবসের ছুটিতে পর্যটকের ঢল নামে কক্সবাজার সৈকতে। সৈকতের ডায়াবেটিক পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত লাখো পর্যটকের উপস্থিতি দেখার মত। পর্যটকদের নিরাপত্তা স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সব সময় তৎপর রয়েছে বলেও জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT