উলিপুরে ট্রাক চাপায় নিহত ২;মুক্তিযোদ্ধাসহ আহত ৪
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সোমবার ১২:১৭, ১৮ এপ্রিল, ২০২২
উলিপুরে বালু ভর্তি ডাম্পার ট্রাক চাপায় অটোরিকশার যাত্রীসহ চালক নিহত হয়েছেন। এছাড়াও মুক্তিযোদ্ধাসহ ৪জন যাত্রীর গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত ব্যক্তিরা হলেন, পার্শ্ববর্তী চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের বড়চর এলাকার মৃত জাফর হোসেনের ছেলে তাজুল ইসলাম (৩৫) ও একই উপজেলার জোড়গাছ নতুন বাজার নালার পাড় গ্রামের বাহাদুরের ছেলে অটো চালক আনোয়ার হোসেন (৪০)।
গতকাল রবিবার (১৭ এপ্রিল) দুপুর ২ টায় পৌর শহরে চিলমারী-উলিপুর-কুড়িগ্রাম সড়কে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বালু ভর্তি ডাম্পার ট্রাকটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় গুরুতর আহত অটো চালক আনোয়ার হোসেন (৪০), যাত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল (৭৫)কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে আব্দুল ওহাব (৫৫), ওবায়দুল (৫০) ও তাজমীম (২০) উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাঈদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুইটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে পিছন থেকে চিলমারী থেকে কুড়িগ্রামগামী বালু ভর্তি নাফিয়া এগ্রো লি.-২ (ঢাকা মেট্র্রো-ট-১৫-৯৮৭৩) বেপরোয়া ডাম্পার ট্রাকটি ওভারটেক করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি অটোরিকশাকে চাপ দিলে ওই অটোটি দুমরেমুচরে গেলে ঘটনাস্থলেই অটো যাত্রী তাজুল ইসলাম মারা যান ও উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অটো চালক আনোয়ার হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালু ভর্তি ট্রাকসহ চালক বাবু মিয়া (৩৫) পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।