ঢাকা (সকাল ৯:১১) শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ঈদ উপলক্ষে রেমিট্যান্স এলো ৬ হাজার ৯২৪ কোটি টাকা

অর্থনীতি ২২১৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০২:৩৫, ৮ জুলাই, ২০২২

ঈদুল আজহা ঘিরে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) রেকর্ড হয়েছে। গত ছয় দিনে ৭৪ কো‌টি ১০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৯২৪ কোটি ৬৪ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য পাওয়া যায়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, চলতি জুলাই মাসের প্রথম ছয় দি‌নে ৭৪ কো‌টি ১০ লাখ মার্কিন ডলার পা‌ঠি‌য়ে‌ছেন প্রবাসীরা।

গত অর্থ বছরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। ২০২০-২১ অর্থ বছরে রেমিট্যান্স এসেছিল দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলার।

সকল ঈদের আগে রেমিট্যান্স প্রবাহ একটু বাড়ে‌। তবে এখন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে বিনিময় হারও ভালো পাওয়া যায় বিধায় আগ্রহ বাড়ছে বলে ধারণা করছেন অনেকে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT