ঢাকা (ভোর ৫:৪২) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারকচক্রের টাকা দাবী

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার রাত ১১:৪৪, ১০ এপ্রিল, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সরকারি মোবাইল নাম্বার কোন করে ল্যাপটপ দেয়ার প্রলোভন দেখিয়ে বিকাশে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। শনিবার (১০ এপ্রিল) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন ছিল। ঘটনাটি জানার পর তিনি (ইউএনও) সকলকে এ বিষয়ে সতর্ক করে তাৎক্ষণিক গৌরীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করে ইউএনও হাসান মারুফ জানান, গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসারের সরকারি নাম্বারটি ঘটনারদিন সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ক্লোন ছিল। এ মোবাইল নাম্বার ক্লোনের পর প্রতারক চক্র অন্য একটি মোবাইল নাম্বার ০১৬৩৭-৬৮৮০৮৫ ব্যবহার করে ৫৬ হাজার টাকা ল্যাপটপ দেয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে বিকাশে অর্থ দাবি করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ ঘটনায় জড়িত প্রতারকদের শনাক্ত করতে পুলিশের জোর চেষ্টা চলছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT