ঢাকা (সকাল ১০:২৮) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


আর্ত মানবতার সেবায় ‘সেলিনা মোমেনের অনুকরণীয় কার্যক্রম

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার ১২:২০, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

 মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনবধিঃ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সহ ধর্মীনি মিসেস সেলিনা মোমেন।আর্ত মানবতার সেবায় নিয়মিত কাজ করে যাওয়াই অন্যতম নেশা।কনকনে শীত আসার শুরু থেকে অসহায় শীতার্ত মানুষের কল্যাণে কাজ শুরু করে ছিলেন, শীত প্রান্তে হলেও এখনো থেমে নেই অসহায় মানুষের প্রতি তাঁর ভালোবাসা। নিয়মিত করে যাচ্ছেন শীত বস্ত্র বিতরণ। প্রায় প্রতি সপ্তাহে সিলেটের কোন না কোন জায়গায় পায়ে হেঁটে চলেন শীতার্তদের কে খুঁজেন তিনি শীতার্ত মানুষ। আজও এমন দেখা যায় এর ধারাবাহিকতায় সিলেটের মোগলা গাঁও জালালাবাদ ইউনিয়নে ৩০০ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। অসহায় মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ এর সময় একটা ব্যাপার চোখে ভেঁসে আসলো। সাধারণত শীতবস্ত্র বিতরণকারী থাকেন স্টেইজে আর গ্রহণকারী সেখান থেকে সংগ্রহ করেন শীতবস্ত্র। সাথে চলমান থাকে ফটো সেশন। কিন্তু মিসেস সেলিনা মোমেন স্টেইজে না থেকে। নেমে আসেন অসহায় মানুষের কাতারে। তাদের জায়গায় বসিয়ে নিজে হেঁটে হেঁটে তাদের হাতে তুলে দেন শীতবস্ত্র । মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণীর এই ত্যাগ অব্যাহত থাকবে বলে আশাবাদী সিলেটের সর্বসাধারণ মহলের।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT