ঢাকা (রাত ৩:৫৪) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আদমদীঘিতে চিঠি দিয়েও পালন করা হয় নি বঙ্গমাতার জন্মদিন

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock রবিবার রাত ১১:৫৭, ৯ আগস্ট, ২০২০

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি:  চিঠি দিয়েও শনিবার উদযাপন করা হয়নি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯০তম জন্ম বার্ষিকীর অনুষ্ঠান। পক্ষান্তরে অনুষ্ঠান বাতিলের নোটিশও দেওয়া হয় নি। ফলে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্যরা হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন। এমন চরম অবমাননাকর ও ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছেন বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন। জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সভাকক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯০তম জন্ম বার্ষিকী পালনের জন্য উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম আব্দুল্লাহ বিন রশিদ স্বাক্ষরিত চিঠিতে সকলকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপস্থিত থাকার জন্য বলা হয়। চিঠি অনুযায়ী প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ এবং চিঠি প্রাপ্ত অন্যান্যরা যথা সময়ে সভাস্থলে উপস্থিত হন। কিন্তু তাঁরা উপজেলা পরিষদ সভাক্ষসহ সব অফিস বন্ধ এবং অনুষ্ঠানের আয়োজন দেখতে না পেয়ে হতভম্ব হয়ে পড়েন। এক সময় হতাশ হয়ে সবায় ফিরে যান। এ ব্যাপারে আজ রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে গণমাধ্যম কর্মী যোগাযোগ করলে তিনি দাবী করেন বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। তবে শুধু সেলাই মেশিন বিতরণ করা হয় নি। তবে আজ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান বলেন, আদমদীঘিতে নির্ধারিত দিন শনিবার সরকারি ভাবে বঙ্গমাতা’র জন্ম দিন পালন করা হয় নি। এ নিয়ে দলীয় সভায় নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT