ঢাকা (রাত ১২:৫৪) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে আরো ১ ব্যক্তির করোনা শনাক্ত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার রাত ০৯:২৮, ৩ জুন, ২০২০

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি প্রতিনিধি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে আরও এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাতে তাঁর দেহে কোভিড -১৯ শনাক্তের তথ্য নিশ্চিত হওয়া যায়। এনিয়ে আদমদীঘিতে মোট আক্রান্ত সংখ্যা ১২ সুস্থ ৪ জন। নতুন আক্রান্ত ওই ব্যক্তি উপজেলার চাঁপাপুরের কোরবান আলী। এ বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান। তিনি জানান, গত ২৫ মে গাজীপুর থেকে নিজ গ্রামে উপজেলার চাঁপাপুরে আসেন। ২৭ মে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। করোনাভাইরাস নমুনা পরীক্ষায় গতকাল মঙ্গলবার রাতে তাঁর ফলাফল পজিটিভ আসে। বর্তমানে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে কোনো সমস্যা হলে মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন ইউনিটে পাঠানো হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT