ঢাকা (সন্ধ্যা ৬:৩৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সুরমা নদী এলাকা থেকে নৌপথে চাঁদাবাজির প্রাক্কালে গ্রেফতার ১০

মোবারক হোসাইন  মোবারক হোসাইন  Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৪১, ৩০ সেপ্টেম্বর, ২০২১

৩০ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ ০৫:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন দুর্লভপুর গ্রামস্থ সুরমা নদীর অববাহিকায় কতিপয় ব্যক্তি বলগেট বুট থামাইয়া চাঁদাবাজি করিয়া অবৈধভাবে টাকা উত্তোলন করিতেছে এহেন সংবাদ প্রাপ্ত হইলে তৎক্ষনাত সঙ্গীয় ফোর্সসহ ০৫:২৫ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হইয়া অভিযান পরিচালনা করে (ক) ০২(দুই)টি ইঞ্জিনচালিত কাঠের তৈরী নৌকা। (খ) নগদ = ২,২৩০/-(দুই হাজার দুইশত ত্রিশ)টাকা, (গ) ০৯টি মোবাইল  (ঘ) ০১ (এক) টি কাঠের হাতল যুক্ত ছুরি যাহার হাতলসহ ৮ টি ছোট- বড় খন্ডিত রড ১টি প্লাস্টিকের ও ১ টি লোহার মাঝারী সাইজের পাইপ (ছ) মাঝারী সাইজের ০৩ টি লোহার তৈরী ঢাল উদ্ধার পূর্বক চাঁদাবাজ ১। হাজী এমদাদুল হক আফিন্দি (৫৮), পিতাঃ- মৃত আব্দুল মান্নান, ২। সামি আফিন্দি (২১), ৩। মাহী আফিন্দি (১৮) , উভয় পিতা- হাজী এমদাদুল হক আফিন্দি, ৪। আব্দুল নূর আফিন্দি, পিতাঃ মৃত হাজী আব্দুর রহমান, সর্ব সাং- দুর্লভপুর, ৫। মানিক মিয়া (৬৫), পিতাঃ আব্দুল লতিব, সাং- ফাজিলপুর, ৬। আব্দুল হোসেন (৫২), পিতা- মৃত ইউসুফ আহমেদ, সাং- দুর্লভপুর, ৭। জয়নুল হক (৪৮), পিতা- মৃত আব্দুল মজিদ, সাং- ফাজিলপুর ৮। বাদশা মিয়া (৩২), পিতা- জৈনুল্লাহ ৯। কাউছার আফিন্দি (৩৩), পিতাঃ মৃত হাজী এনামুল আফিন্দি, ১০। নেছার আহমেদ (৪০), পিতাঃ হাজী ইসমাইল, সর্ব সাং- দুর্লভপুর, সর্ব ইউপি- সাচনা বাজার, থানা- জামালগঞ্জ, জেলা- সুনামগঞ্জ পলায়ন করিবার প্রাক্কালে সিপিসি-৩, র‌্যাব-৯, সিলেট কর্তৃক গ্রেফতার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা সুরমা নদীতে দীর্ঘদিন যাবত চলাচলরত নৌযান থামিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করিয়া আসিতেছে বলিয়া স্বীকার করে। আসামীরা পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন যাবত ঘটনাস্থল হইতে নদীতে চলাচলরত নৌকা থেকে অবৈধভাবে চাঁদার টাকা উত্তোলন করিয়াছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে দঃবিঃ আইনের ৩৮৫/৩৮৬/৩৪ ধারা মূলে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামীদের ও জব্দকৃত আলামত সমূহ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT