ঢাকা (রাত ১১:৫৯) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সিলেটের গোলাপগঞ্জ মোকামবাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান, জরিমানা

সিলেটের গোলাপগঞ্জ মোকাম্বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ১০:৩৪, ১৯ মার্চ, ২০২০

রাহিয়ান খান আরিয়ানঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মোকামবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

এসময় বাজারের বদরুল স্টোর নামের একটি মুদি দোকানে ৪০ টাকায় ক্রয়কৃত পেয়াঁজ ৮৫টাকা বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।

তিনি জানান, বদরুল স্টোরের মালিক আব্দুল আহাদ সিলেটের কালিঘাট থেকে ৪০টাকা দরে ক্রয়কৃত পেয়াঁজ সাধারণ মানুষের কাছে ৮৫ টাকায় বিক্রি করছেন। অপরদিকে ঐ দোকানী তার দোকানের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের তালিকায় পেয়াঁজের দাম ৫৫টাকা লিখে রেখেছেন।

সিলেটের গোলাপগঞ্জ মোকাম্বাজারে ভ্রাম্যমাণ আদালতে অভিযান, জরিমানা

কিন্তু স্থানীয় ক্রেতাদের স্বাক্ষীর ভিত্তিতে ৮৫ টাকা দরে প্রতি কেজি পেয়াঁজ বিক্রির প্রমান মিলে তাই তাকে জরিমানা প্রদান করা হয়।
অভিযানকালে একদল পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT