রাহমাতুননেসা কারিগরি শিক্ষালয়ে বেকিং কোর্সের সমাপনী অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার
শুক্রবার রাত ১১:৩৬, ১২ সেপ্টেম্বর, ২০২৫
রাহমাতুননেসা কারিগরি শিক্ষালয়ে বেকিং কোর্সের সর্বশেষ ক্লাস ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় দাউদকান্দি পৌরসভার উত্তর সতানন্দী ল’ ভেন টেস্টে এ সনদ বিতরণ অনুষ্ঠান আরম্ভ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সাত্তার এবং বিএফসিসি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক্সিকিউটিভ শেফ মো.খোরশেদ আলম স্বপন।
এ সময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নতুন কিছু শেখার অভিজ্ঞতা অর্জন করে নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পেয়েছেন বলে জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “দক্ষতাভিত্তিক শিক্ষা গ্রহণের মাধ্যমে নারীরা নিজেদের আত্মনির্ভরশীল করে তুলতে পারবেন। এ ধরনের প্রশিক্ষণ তাদের ভবিষ্যৎ জীবনে বড় ভূমিকা রাখবে।”
সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার সকলের দোয়া প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন প্রতিটি ভালো কাজে সহায় হন। আপনাদের দোয়ায় আমৃত্যু জনকল্যাণে কাজ করে যেতে চাই- ইনশাল্লাহ ।” এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও ইতালী প্রবাসি মো.নিজামউদ্দীন, আল-রোকনসহ আরও অনেকেই।


