ঢাকা (রাত ৮:৪৩) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় ২০ প্রার্থীর মধ্যে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, ১ জনের স্থগিত

কামরুজ্জামান শাহীন কামরুজ্জামান শাহীন Clock রবিবার রাত ১১:০৮, ৩ ডিসেম্বর, ২০২৩

ভোলায় ২০ প্রার্থীর মধ্যে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও ১ জনের স্থগিত করেছে জেলা রিটার্নিং অফিসার।

আজ রোববার (৩ ডিসেম্বর) যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে এসব মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান।

বাতিলকৃত প্রার্থীদের মধ্যে ভোলা-১ আসনের প্রার্থী মিজানুর রহমান এবং ভোলা-২ আসনের প্রার্থী বাংলাদেশ কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির আলমের মনোনয়ন বাতিল ও ১ জনের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

ভোটার তালিকা সঠিক না থাকা এবং একই দলের একাধিক প্রার্থী থাকায় তাদের প্রার্থীরা বাতিল করা হয়।

এর আগে প্রার্থীদের উপস্থিতিতে দাখিলকৃত যাচাই-বাছাই করেন রিটার্নিং অফিসার। ভোলার ৪ টি সংসদীয় আসনে ২০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যার মধ্যে ভোলা সদর আসন থেকে ৪ জন, ভোলা-২ থেকে ৬ জন, ভোলা-৩ থেকে ৫ জন ও ভোলা-৪ থেকে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এদের মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে ১৭টি, ২ টি অবৈধ এবং ১ টির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT