প্রশাসনের নির্দেশনা না মেনে চলছে ঈদের কেনাকাটা
মোঃ কামরুজ্জামান মঙ্গলবার দুপুর ০১:৫৯, ১২ মে, ২০২০
রিয়াজ উদ্দিন রুবেল, সুবর্ণচর উপজেলা প্রতিনিধিঃ ১০মে রবিবার সকাল ১০টা থেকে খুলে দেয়া হয় দেশের দোকানসমূহ। সকাল থেকেই বাজার গুলোতে ক্রেতাসমাগম ছিল বেশ লক্ষ্যনীয়। তবে কোনো প্রকার স্বাস্থ্যবিধি না মেনে চলছে বাজারগুলোতে ক্রয়-বিক্রয়। দোকানগুলো খুলে দেয়াতে দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল উপচেপড়া ভিড়। বাজারগুলোতে দেখা যায় পুরুষের তুলনায় নারী ক্রেতার সংখ্যা অধিকাংশ বেশি। বড়দের সাথে ছোট ছোট ছেলে মেয়েদের সংখ্যাও বেশ লক্ষ্যনীয় ছিল। প্রশাসনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার নির্দেশনা থাকলেও তা মানছেননা ক্রেতা-বিক্রতা কেউ ই। প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি নির্দেশনার মধ্যে উল্ল্যেখযোগ্য ছিলঃ
১. ক্রেতা,বিক্রেতাদের মুখে মাস্ক ও হাতে গ্লাফস লাগাতে হবে।
২. দোকানগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে হবে।
৩. শপিংমল গুলোতে প্রবেশ মুখে হাত ধোঁয়ার ব্যবস্থা ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
কিন্তু এগুলোর কোনোটাই লক্ষ্যনীয় ছিলনা বাজারগুলোতে। ফলে বাজারগুলো থেকে করোনা সংক্রমণ ছড়ানোর আশংখ্যা করছেন সচেতন নাগরিকরা।