পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল, সদস্য সচিব জামাল
স্টাফ রিপোর্টার
শনিবার সকাল ০৮:৫৩, ৬ সেপ্টেম্বর, ২০২৫
কুমিল্লার দাউদকান্দি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন কামাল হোসেন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জামাল উদ্দিন মোল্লা।
বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর)রাতে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ ও সদস্য সচিব ভিপি ওয়াহিদুজ্জামান মোল্লার স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত ঘোষিত ৩১ সদস্যের কমিটিতে আহ্বায়ক হয়েছেন মো.কামাল হোসেন এবং সদস্য সচিব হয়েছেন মো. জামাল হোসেন মোল্লা।
কমিটির অন্যান্য পদাধিকারী হলেন: সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান হালিম।
যুগ্ম আহ্বায়ক :
মো. বোরহান উদ্দিন,মো. জাহালম, মো. আলী হোসেন, মো. মহসিন, মো. গরীব হোসেন প্রধান,মো. জাহাঙ্গীর আলম,
সাই, মো. মোখলেছ মীর, মো. ইউনুস।
সদস্যবৃন্দরা হলেন:
ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, আব্দুল করিম, মো.সেলিম, মো.শফিকুল ইসলাম, মো. মিজান, মো. জামাল, মো. সাইফুল ইসলাম, মো. দুলাল, মো. আলমগীর, শাহাবউদ্দিন আহমেদ, মো. আরিফ হোসেন, মো. রুহুল আমিন, মো. হোসেন, মো. নওশাদ, মো. মামুন মিয়া, মো. উজ্জ্বল, শুভ সরকার, মো. মোজাম্মেল হক, মো. মনির হোসেন, মো. শরিফুল ইসলাম।
আগামী তিন মাসের মধ্যে দাউদকান্দি পৌরসভায় সব ওয়ার্ড ও ইউনিট কমিটি গঠন করে জেলা কমিটির নিকট জমা দিতে হবে বলে জানিয়েছে সেচ্ছসেবক দলের উত্তর জেলা কমিটি।
আহ্বায়ক কামাল হোসেন ও সদস্য সচিব মো. জামাল উদ্দিন মোল্লা দীর্ঘদিন ধরে বিএনপির দুঃসময়ে রাজপথে থেকে দলের জন্য কাজ করে যাচ্ছেন। তারা মামলা ও হামলার শিকার হলেও দল ছেড়ে যাননি।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রতিবাদে তারা সবসময় রাজপথে সক্রিয় ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশনা এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে তারা নিয়মিত আন্দোলন সংগ্রামে রাজপথে অংশ নিয়েছেন।


