নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে নাগরপুর উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত
মো: শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল সোমবার সন্ধ্যা ০৭:০৭, ১৩ জুন, ২০২২
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে আজ সকাল ১১টায়, নাগরপুর বিএনপি কার্যালয়ের সন্মুখে চাল, তৈল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মুল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নাগরপুর উপজেলা বিএনপি।
নাগরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. হাবিবুর রহমান(হবি)’র সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি’র অন্যতম সদস্য মো. রবিউল আউয়াল(লাভলু), বিএনপির সদস্য মো. শরিফ উদ্দিন আরজু, বিএনপির সদস্য মো. সেলিম মিয়া, বিএনপির সি: যুগ্ম আহবায়ক আহমেদ হোসেন(রানা), বিএনপি’র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম(স্বপন), বিএনপি যুগ্ম আহবায়ক ই. রেজাউল ইসলাম(রেজা), বিএনপির যুগ্ম আহবায়ক মীর আবুল কালাম(রতন), বিএনপির যুগ্ম আহবায়ক খন্দ. ওহেদ(মুরাদ), বিএনপির যুগ্ম আহবায়ক মো. রফিজ উদ্দিন ও যুবদল, স্বেচ্ছাসেবক, ছাএদল ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীগণ।
বিক্ষোভ সমাবেশের পুর্বে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎস্যজীবি দলসহ বিভিন্ন এলাকা হতে বিএনপি’র নেতাকর্মীরা মিছিল সহকারে বিএনপি কার্যালয়ে সমবেত হয়।
সমাবেশে বক্তারা অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউ’তে, চিকিৎসাধীন বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য, নাগরপুর বাসীর নিকট দোয়াপ্রার্থনা সহ সরকারের নিকট নেত্রীর সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবী জানানোর পাশাপাশি, অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় চাল, তৈল, গ্যাস সহ সকল দ্রব্যমুল্য জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে করার দাবী জানান।