ঢাকা (রাত ১২:২৭) শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News নেপালে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে মনোনীত হলেন নড়াইলের কৃতি সন্তান সোহাগ Meghna News নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত Meghna News সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলী : মালিক হলেন লাল লাখ টাকার! Meghna News গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবী ভক্তদের Meghna News সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক Meghna News চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, চালক আটক Meghna News ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত

ডারবানে ব্যাটিং ব্যর্থতায় টাইগারদের শোচনীয় হার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার বিকেল ০৫:৩৭, ৪ এপ্রিল, ২০২২

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার দুঃসাধ্য সাধন করেছেন বাংলাদেশের বোলারেরা। লক্ষ্যটাও এনে দিয়েছিলেন তিনশর নিচে। কিন্তু, ব্যাটারদের চরম দুর্দশায় এ রান পাড়ি দিতে পারলেন না বাংলাদেশের ব্যাটারেরা। তাতে গড়া হলো না ইতিহাসও। ওয়ানডে জয়ের স্বাদ মিললেও দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লজ্জার হার দেখল বাংলাদেশ।

ডারবান টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনেই বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে ২২০ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ডিন এলগারের দল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী ৭ এপ্রিল, পোর্ট এলিজাবেথে।

গতকাল রোববার দিনের শেষ সেশনেই সমীকরণ কঠিন করে ফেলেছিলেন বাংলাদেশের ব্যাটাররা। স্কোরবোর্ডে ৮ উইকেট তুলতেই হারিয়ে ফেলেছিল গুরুত্বপূর্ণ তিন উইকেট। তাতে আজ সোমবার শেষ দিনে হয়তো তাড়া করতে হতো ২৬৩ রান, নয়তো ম্যাচ বাঁচাতে টিকে থাকতে হতো পুরো দিন। কিন্তু, এর কোনোটিই পারল না বাংলাদেশ।

আজ দিনের শুরুতেই মুশফিকুর রহিমকে হারায় বাংলাদেশ। কেশব মহারাজের রাউন্ড দ্য উইকেটে করা বল সোজা হয়ে ঢোকে ভেতরে। মুশফিক বুঝে ওঠার আগেই বল লেগে যায় প্যাডে। সঙ্গে সঙ্গে আম্পায়ার আঙুল তুলে ফেলেন। রিভিউ নেন মুশফিক। কিন্তু রক্ষা পাননি। শূন্য রানে ফেরেন অভিজ্ঞ মুশফিক।

মুশফিকের ধাক্কা না সামলাতেই লিটন দাসকেও হারায় বাংলাদেশ। সেটিও মহারাজের বলে। তার অফ স্টাস্পে ঝুলিয়ে দেওয়া বলে লিটন ফ্লিক করতে গিয়ে ধরা পড়েন মিড উইকেটে। লিটন ফেরেন ২ রান করে।

এরপর শুধু হতাশাই দেখেছে বাংলাদেশ। বোলিংয়ে রীতিমতো উৎসব করেছেন কেশব মহারাজ। তার সঙ্গে উইকেট উৎসবে যোগ দেন সিমন হারমার। দুই বোলার দিয়েই বাংলাদেশের সবগুলো উইকেট তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। মহারাজ একাই তুলে নেন সাত উইকেট। আর, সিমন তুলে নেন তিনটি উইকেট। দুই বোলারে মোট ১০ উইকেট তুলে নিয়ে প্রথম ঘণ্টাতেই ম্যাচ নিজেদের করে নেয় দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয় ও লিটন দাসরাও কিছুটা আশা দেখিয়েছেন বাংলাদেশকে। কিন্তু, দ্বিতীয় ইনিংসে সবার ব্যাটিং ছিল হতাশাজনক। বাংলাদেশের স্কোরবোর্ড দেখে চোখ কপালেই ওঠার কথা। কারণ, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের স্কোর যথাক্রমে—৪, ০, ২৬, ২, ০, ২, ৫, ০, ১৪, ০ ও ০। শুধু ২০-এর ঘর পার করা নাজমুল হোসেন শান্ত করেছেন ২৬ রান। আর, বাকিরা ছিলেন উইকেটে আসা-যাওয়ার মিছিলে। তাতে সহজেই প্রথম ঘণ্টাতেই ম্যাচ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

এর আগে টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে থামায় মুমিনুল হকের দল। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৯৩ রান করেন তেম্বা বাভুমা।

বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করে ২৯৮ রান করেছে বাংলাদেশ।  প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন মাহমুদুল হাসান জয়। তিনি খেলেছেন ১৩৭ রানের ইনিংস। ৩২৬ বলে তার ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি ও দুটি ছক্কা। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেছেন লিটন দাস।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ২০৪ রানে থেমেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রথম ইনিংসে তাদের লিড ছিল ৬৯। সবমিলে বাংলাদেশকে ২৭৪ রানের লক্ষ্য দেয় ডিন এলগারের দল। এ রান তাড়ায় নেমে কালই তিন উইকেট হারিয়ে ১১ রানে দিন শেষ করে মুমিনুল হকের দল। আজ বাকি উইকেট গুলো হারিয়ে ম্যাচে হার দেখে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ১২১ ওভারে ৩৬৭/১০

বাংলাদেশ প্রথম ইনিংস : ১১৫.৫ ওভারে ২৯৮/১০

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস : ৭৪ ওভারে ২০৪/১০ (এরউই ৮, এলগার ৬৪, পিটারসেন ৩৬, বাভুমা ৪, ভেরেইনা ৬, মুল্ডার ১১, রিকলটন ৩৯, কেশব ৫, সিমন ১১, উইলিয়ামস ০, অলিভার ০ ; খালেদ ১৩-১-৩৩-০, মিরাজ ৩৫-৬-৮৫-৩, শান্ত ১-০-৩-০, টাসকিন ১১-১-২৪-২, ইবাদত ১৩-১-৪০-৩)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ১৯ ওভারে ৫৩/১০ (সাদমান ০, জয় ৪, মুমিনুল ২, মুশফিক ০, শান্ত ২৬, লিটন ২, ইয়াসির ৫, মিরাজ ০, তাসকিন ১৪, খালেদ ০, ইবাদত ০ ; কেশব ১০-০-৩২-৭, সিমন ৯-৩-২১-৩)।

ফল : দক্ষিণ আফ্রিকা ২২০ রানে জয়ী।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT