ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের আঞ্জুমান আরা বেগম বন্যা জয়ী
সেলিম রেজা,ঠাকুরগাঁও সোমবার রাত ০১:১১, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা ২৬ হাজার ৫০২ ভোট পেয়ে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম শরিফ পেয়েছেন ৫ হাজার ৩৩৩ ভোট।
১৪ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা জিলহাস উদ্দিন বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত দের বিজয়ের বিষয়টি নিশ্চিত করেন।
ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে সকাল ৮ টায় ইভিএম ভোট গ্রহণ শুরু হলে তা চলে বিকেলে ৪ টা পযর্ন্ত এখানে মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৭২৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ২৯ হাজার ৭১২ জন ও নারী ভোটার ৩১ হাজার ১৫ জন।
অপরদিকে রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক ২ হাজার ৯৯৩ টি ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী মোকাররম হোসাইন ২ হাজার ৩৬৯ ভোট পান।
রাণীশংকৈল পৌরসভায় ব্যালট পেপারে ভোট অনুষ্ঠিত হলে এতে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭’শ ২ জন যার মধ্যে নারী ভোটার ৭ হাজার ৩’শ ১২ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৩’শ ৯০ জন।