ঢাকা (রাত ১১:৪১) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ট্রেনের ধাক্কায় অজ্ঞাত মহিলার মৃত্যু

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শুক্রবার রাত ০৮:১৭, ১১ ডিসেম্বর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে চলন্ত ট্রেনের সাথে ধাক্কা খেয়ে পঞ্চাশোর্ধ এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ডিসেম্বর) বিকালে ময়মনসিংহ-জারিয়া রেলসড়কে উপজেলার ঝিনাইকান্দি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নেত্রকোনার জারিয়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী জারিয়া লোকাল ট্রেনটি শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে গৌরীপুরের উদ্দেশে আসছিল। পথিমধ্যে ট্রেনটি রেলপথের ঝিনাইকান্দি এলাকায় আসতেই ট্রেনের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বৃদ্ধার মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন ভ্ইুয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ বের করার চেষ্টা চালাচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT