ঢাকা (রাত ১১:৫০) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ঘুষ নেয়ার সময় দুদকের হাতে ধরা খেলো ইউনিয়ন ভূমি কর্মকর্তা

সেলিম রেজা,ঠাকুরগাঁও সেলিম রেজা,ঠাকুরগাঁও Clock বুধবার রাত ০১:৩৭, ৩ ফেব্রুয়ারী, ২০২১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভূমি সেবা দেওয়ার বিপরীতে সরকারের নির্ধারিত ফি বাদ দিয়ে অতিরিক্ত টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের হাতে ধরা খেয়েছেন এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।

২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়ন ভুমি অফিসে এ ঘটনা ঘটলে লোকচক্ষুর আড়ালে দুদকের কর্মকর্তাদের সামনে সেবা গ্রহণকারীদের নিকট টাকা নিচ্ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম।এসময় তাকে হাতে নাতে আটক করে দুদক।

উক্ত দুর্নীতির অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, এআই ওবাইদুর রহমান, প্রধান সহকারী রেজাউল করিম, গাড়ী চালক মো: আমিরুল ইসলামসহ বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

দুদকের উপসহকারী কর্মকর্তা জানান, ২০২০ সালে দুদকের হটলাইন নম্বরে অভিযোগ করে এই ইউনিয়নের সেবাগ্রহণকারী কয়েকজন কৃষক অভিযোগ জানায়। আজ তদন্ত করতে এসে প্রমাণ পাই এবং টাকা লেনদেনের সময় হাতে নাতে আটক করি। দুর্নীতির বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের হাতে হস্তান্তর করবো,তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

পরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফসার যোবায়ের হোসেন জানান, দুদকের কর্মকর্তাগণ অভিযান শেষে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে আমার জিম্মায় জমা দিয়েছেন। আমরা অপরাধ পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT