গৌরীপুরে মাইকিংয়ের পর অনিয়মের তদন্ত স্থগিত
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ মঙ্গলবার সন্ধ্যা ০৬:৫৭, ৫ জুলাই, ২০২২
ময়মনসিংহের গৌরীপুর শালীহর মধুসূদন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের তদন্ত আকস্মিক স্থগিত করেছে উপজেলা শিক্ষা অফিস।
মঙ্গলবার (৫ জুন) বিকালে বিদ্যালয়ের সভাপতি সুপ্রিয় ধর বাচ্চুর মোবাইলে কল দিয়ে একথা জানান সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মোজাহিদুল ইসলাম।
জানা যায়, গত ১৭ মে বিদ্যালয়ের সভাপতি সুপ্রিয় ধর বাচ্চু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিসুজ্জামান ফারুকের বিরুদ্ধে প্রতারণা, মিথ্যাচার, মানহানিসহ ১১টি সুনির্দিষ্ট অভিযোগ এনে উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে গত ২৮ জুন সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মোজাহিদুল ইসলাম চিঠির মাধ্যমে সভাপতিকে জানান ০৬ জুলাই সকাল ১১টায় বিদ্যালয়ে তদন্ত করা হবে।
বিদ্যালয়ের সভাপতি সুপ্রিয় ধর বাচ্চু জানান-চিঠি প্রাপ্তীর পর তদন্তের দিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অভিভাবকরা বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য মাইকিং করে অনুরোধ জানানো হয়। তিনি অভিযোগ করে বলেন-মাইকিংয়ের কিছুক্ষণের মধ্যেই তদন্ত কর্মকর্তা মোবাইলে কল দিয়ে বুধবার তিনি তদন্তে আসতে পারবেন না বলে জানান। এসময় না আসার কারণ জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
গৌরীপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মোজাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন-তদন্তের দিন ঈদের ভিজিএফ-এর চাল বিতরণের মনিটরিংয়ের দায়িত্ব থাকায় তদন্ত স্থগিত করা হয়েছে। স্থগিতের বিষয়টি সভাপতিকে ফোনে জানানো হয়েছে।