ঢাকা (বিকাল ৫:৪১) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে পৌর যুবলীগ কর্তৃক খাদ্য সহায়তা প্রদান

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার বেলা ১২:০১, ১১ আগস্ট, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় করোনাকালে অসহায় ৫ শতাধিক মানুষকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচী শুরু হয়।

গৌরীপুর পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চুর সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, গৌরীপুর পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য যুবলীগ নেতা এইচ এম খায়রুল বাসার পৌর আওয়ামীলীগ নেতা কেনু মিয়া, যুবলীগ নেতা সোহেল রানা খান পাঠান, দিলুয়ার হোসেন দিলু, ছাত্রলীগ নেতা সৈয়দ রাফসান অভি, যুবলীগ নেতা মঞ্জুরুল ইসলাম, লাক মিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, শান্ত চন্দ্র পন্ডিত, আশিক মোল্লা, শামস মোর্শেদ খান সামী, ছাত্রলীগ নেতা রাসেল মাহমুদ প্রমুখ।

গৌরীপুর পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন জানান, যুবলীগের কেন্দ্রিয় কমিটির নির্দেশনায় এবং পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় ৫ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। এ খাদ্য সহায়তা কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT