গৌরীপুরে কোরবানির পশুর হাটে মেডিকেল টীমের উদ্বোধন
ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ মঙ্গলবার সন্ধ্যা ০৭:০১, ৫ জুলাই, ২০২২
ময়মনসিংহের গৌরীপুরের ৪টি স্থায়ী ও ১৩টি অস্থায়ী কোরবানির হাটে; সেবা প্রদানের লক্ষে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে, ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুন) বিকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইউএনও হাসান মারুফ প্রধান অতিথি থেকে মেডিকেল টিমের উদ্বোধন করেন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাজিমুল ইসলাম এর সভাপতিত্ব করেন। অতিরিক্ত উপ-সহকারী প্রাণী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেটেরিনারি সার্জন ডাঃ নাজনীন সুলতানা, এক্সটেনশান অফিসার মোঃ আসমা উল ইকবাল মৃদুল, ডা. মাহমুদা আক্তার প্রমুখ।
জানা গেছে, কুরবানির হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ, প্রাণীর সঠিক স্বাস্থ্যসেবা ও নিরাপদ মাংস নিশ্চিত করতে ১০ সদস্য বিশিষ্ট পৃথক তিনটি মেডিকেল টীম গঠন করা হয়েছে। সেই সাথে কোরবানীর পশুর হাটগুলোতে জনশৃংখলা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হবে।