ঢাকা (বিকাল ৩:৪৪) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুরে উদযাপিত হলো বঙ্গমাতার ৯১তম জন্মদিন

Exif_JPEG_420

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার সন্ধ্যা ০৬:০৪, ৮ আগস্ট, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দু:স্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (৮ আগস্ট) দুপুরে স্থানীয় উপজেলা পাবলিক হলে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম সালমা আক্তার রুবি প্রমুখ।

বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন পেয়েছেন মনোয়ারা খাতুন, হাসনা বেগম, হেলেনা আক্তার, অনিমা রবিদাস, রুমেলা খাতুন, জয়ন্তী রাণী দাস, নুরুন্নাহার বেগম।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT