ঢাকা (বিকাল ৫:৩৭) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গৌরীপুর পৌরসভায় ৫৫ কোটি ৯০ লাখ টাকার বাজেট ঘোষণা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:১২, ৩০ জুন, ২০২২

নতুন কোন করারোপ ছাড়াই ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় ২০২২-২৩ অর্থবছরে, ৫৫ কোটি ৯০ লাখ ৯ হাজার ৭ শত ৫৪ টাকা ৬২ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২১ লাখ ৯২ হাজার ২ শত ৫০ টাকা। উদ্ববৃৃত্তের পরিমাণ ৬৮ লাখ ১৭ হাজার ৫ শত ৪ টাকা ৬২ পয়সা।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে স্বাস্থ্যবিধি মেনে পৌরসভার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন।

বাজেটে আয়-ব্যয়ের হিসাব বিবরণী তুলে ধরেন গৌরীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মীর মোশাররফ হোসেন।

বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন-গৌরীপুর পৌরসভার সহকারি প্রকৌশলী মদন মোহন দাস, পৌরসভার প্যানেল মেয়র (১) নাজিম উদ্দিন, প্যানেল মেয়র (২) দিলুয়ারা আক্তার দিলু, প্যানেল মেয়র (৩) রোজিনা আক্তার মিতু, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, নূর ইসলাম, জিয়াউর রহমান, মো. এমরান, সাদেকুর রহমান, আরিফুল ভুইয়্যা এনাম, নারী কাউন্সিলর সালেহা আক্তার প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT