কুড়িগ্রামে দেশীয় তামাকজাত পণ্যের কর বাড়ানোর প্রতিবাদে বিড়ি শ্রমিকদের মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি বুধবার সকাল ১১:২৬, ১৭ জুন, ২০২০
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশীয় ব্র্যান্ডের তামাকজাত পণ্যের উপর কর বাড়ানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন করেছে বিড়ি-সিগারেট কোম্পানির শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম ত্রিমোহণী গোলচত্বরে প্রায় দুই শতাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, লালমনিরহাট বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলম প্রমুখ।
এসময় শ্রমিকরা বলেন, বিদেশী তামাকজাত ব্রান্ডের দাম কম বাড়িয়ে দেশীয় তামাকজাত পণ্যের মূল্য অস্বাভাবিকহারে বাড়ানো হয়েছে। ফলে মালিকদের পাশাপাশি ক্ষতির মুখে পরবে শ্রমিকরা। উদ্ভুদ পরিস্থিতিতে আয়ের পথ রুদ্ধ হয়ে গেলে পথে বসবে শ্রমিকরা।
এসময় প্রধানমন্ত্রীর ২০১৭-২০১৮ অর্থবছরে দেশীয় ব্রান্ডের বিড়ি সিগারেটের পৃথক মূল্য নির্ধারণের নির্দেশনা বাস্তবায়ন ও এর পাশাপাশি নিম্নস্ল্যাবের সিগারেট উৎপাদনে শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানির জন্য রিজার্ভের দাবি জানানো হয়।