ঢাকা (রাত ২:৪২) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুলাউড়ায় বিষপান করে স্কুল ছাত্রীর আত্নহত্যা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার দুপুর ০২:০৪, ৮ জুন, ২০২০

মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ      মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে ৭ জুন রোববার বিকেলে নীলা বেগম (১৫) নামক এক স্কুল ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে। সে বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।

স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের লোকজন জানান, ইসলামাবাদ গ্রামের জালাল মিয়ার স্কুল পড়ুয়া মেয়ে নীলা বেগমের সাথে একই গ্রামের মতছির আলীর পুত্র ২ সন্তানের জনক আলম মিয়ার প্রেমের সম্পর্ক চলছিলো।

প্রেমিক আলম মিয়া রোববার বিকাল ৪ টায় নীলা বেগমের বাড়িতে আসেন। এসময় তাদের মধ্যে বিয়ে ব্যাপারে কথা বার্তা হয় । প্রেমিক আলম মিয়া নীলা বেগমের বিয়ের প্রস্তাব প্রত্যাখান করেন। কিছুক্ষণ পরে আলম মিয়া বাড়ি থেকে বেরিয়ে যাবার পর নীলা বমি শুরু করে পরিবারের লোকজন দ্রুত কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যা ৬টায় খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। স্থানীয় লোকজন ও কুলাউড়া থানা পুলিশ কতৃক জানা যায় প্রেমঘটিত কারণেই নীলার মৃত্যু হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনাচার্জ ইয়ারদৌস হাসান জানান, আপাতত অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর নীলার বাবার অভিযোগ গ্রহণ করে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT