ঢাকা (বিকাল ৫:৩৬) সোমবার, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এপিএস এমএ মতিন’র মনোনয়নপত্র সংগ্রহ

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock রবিবার রাত ০৮:৩৪, ২১ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার এমএ মতিন৷

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এমএ মতিন খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন হোমনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলামের কাছ থেকে এই মনোনয়নপত্র নেন।

এ সময় হোমনা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান হাবীব উপস্থিত ছিলেন।

ছাড়া মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক হোমনা উপজেলা বিএনপি সভাপতি জহিরুল হক জহর, সাবেক ইউপি চেয়ারম্যান ও নিলখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহম্মদ, ঘারমোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল বাতেন সরকার, ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মাওলা, তিতাস উপজেলা বিএনপির সাবেক নেতা মো. জহিরুল ইসলাম জাদু মোল্লা এবং মো. মনির হোসেন।

জানা গেছে, একই আসন থেকে অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা ও মাহমুদুল হাসান সাগর নামের আরও দুই ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন৷




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT