করোনা সন্দেহভাজন এক রোগীর নমুনা ঢাকায় প্রেরণ
মোঃ কামরুজ্জামান রবিবার দুপুর ০১:০১, ৫ এপ্রিল, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় করো’না স’ন্দেহভাজন এক রোগীর নমুনা ঢাকায় IEDCR এর ল্যাবে পাঠানো হয়েছে। শনিবার (৪ এপ্রিল) উপজে’লার সন্দেহভাজন রোগীর কোভিড-১৯ (COVID-19) পরীক্ষার জন্য নেজাল এবং থ্রট সোয়াব সংগ্রহ করে সতর্কতার সহিত IEDCR ল্যাবে প্রেরণ করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কনসালটেন্ট ডাঃ আবু ইসহাক আজাদ।তিনি জানান, বিয়ানীবাজার উপজে’লা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মক’র্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরীর সার্বিক দিক নির্দেশনায় এবং এম.ও. ডিসি ডা. জীবনানন্দ দেব রায়ের তত্ত্বাবধানে নমুনাটি সংগ্রহ করেছেন ল্যাব টেকনিশিয়ান জনাব সুজন অহির। উল্লেখ্য, করো’না ভাই’রাসের নমুনা এখন থেকে বিয়ানীবাজারেই সংগ্রহ করবে স্বাস্থ্য কমপ্লেক্স।