ঢাকা (বিকাল ৫:১৯) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

উপযুক্ত কারণ দেখাতে পারলে মোটরসাইকেল চলাচলে ছাড় দেবে পুলিশ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০২:৩৩, ৭ জুলাই, ২০২২

ঈদ যাত্রায় বাড়ি যাওয়ার যৌক্তিক কারণ দেখাতে পারলে মোটরসাইকেল চালকদের ছেড়ে দেবে পুলিশ। নিজ মোটরসাইকেলে পরিবারকে সঙ্গে নিয়ে বাড়ি যেতে পারবেন মোটরবাইক চালকরা।

বুধবার (৬ জুলাই) পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় মোটরসাইকেল চলাচলের বিধি নিষেধের বিষয় নিয়ে একাধিক পুলিশ কর্মকর্তা এ কথা বলেন।

সভায় ঈদ যাত্রায় বিআরটিএ মোটরসাইকেল চলাচলে যে বিধিনিষেধ দিয়েছে তা বাস্তব সম্মত নয় বলেও মনে করছেন তারা। যার ফলে জনরোষ তৈরি হবে বলে মনে করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানান, ঈদে শত শত মানুষ মোটরসাইকেল নিয়ে বাড়ি যায়। পুলিশ কীভাবে তাদের ঠেকাবে। এটি বাস্তব সম্মত নয়। তাদের এ সিদ্ধান্ত জনরোষ তৈরি করবে। তাই বাড়ি যাওয়ার যৌক্তিক কারণ দেখাতে পারলে পুলিশ মোটরসাইকেল চালকদের ছেড়ে দেবে।

উল্লেখ্য গত রোববার (৩ জুলাই) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানান, ৭ থেকে ১৩ জুলাই এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চালানো যাবে না। এছাড়া মহাসড়কে বন্ধ থাকবে রাইড শেয়ারিংও।

এ ঘোষণার কয়েক দিনের মাথায় বুধবার (৬ জুলাই) নৌপথেও মোটরসাইকেল বহনে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT