ঢাকা (দুপুর ১:৫৪) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদের আগে শুক্র ও শনিবারে খোলা থাকবে ব্যাংক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার ১২:৫৩, ১৯ এপ্রিল, ২০২২

আর মাত্র কয়েকদিন পরই পবিত্র ঈদ-উল ফিতর। ঈদকে সামনে রেখে তাই ঢাকা মহানগরসহ কয়েকটি এলাকায় এলাকায় আগামী শুক্র ও শনিবার (২৯ ও ৩০ এপ্রিল) তফসিলি ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল সোমবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

ইতোমধ্যে বিজ্ঞপ্তিটি বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছেও পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদ-উল-ফিতরের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে শুক্র ও শনিবার খোলা রাখতে হবে।

এ সময় রমজান মাসের মতোই সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। এছাড়া, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে।

খোলা থাকবে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থাও। তবে, উল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার ওপর ক্লিয়ারেন্স চেক দেওয়া যাবে না।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT