ঢাকা (বিকাল ৫:২৬) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আবারও বাড়ছে পানির দাম

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০২:৪৬, ৮ জুলাই, ২০২২

দেশে ক্রমশ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির মধ্যেই এবার ঢাকা ওয়াসার পানির দাম বাড়লো। বৃহস্পতিবার (৭ জুলাই) সংস্থাটির বোর্ড সভায় আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে ৫ শতাংশ পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

বর্তমানে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে প্রতি এক হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা ও বাণিজ্যিক সংযোগে ৪২ টাকা। আর সেপ্টেম্বরে পানির নতুন দাম কার্যকর হওয়ার পর এই দামের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ যুক্ত হবে।

এর আগে ২০২০ সালের এপ্রিলে ও ২০২১ সালের সেপ্টেম্বরে মোট দুই দফায় দাম বাড়ে পানির। ওই দুই দফায় আবাসিকে প্রতি এক হাজার লিটারে পানির দাম বেড়েছিল ৩ টাকা ৬১ পয়সা, যা ৩১ শতাংশ এবং বাণিজ্যিক ক্ষেত্রে বেড়েছিল ৪ টাকা ৯৬ পয়সা, যা ১৩ শতাংশ।

এদিকে ঢাকা ওয়াসার বোর্ড সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ পানির দাম বৃদ্ধির বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় রেখে ৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে পানির। আর বোর্ডের সদস্যদের সম্মতিতেই দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT