ঢাকা (রাত ৩:৩৬) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে:-মেজর(অব.) মোহাম্মদ আলী

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock বুধবার রাত ০২:১৯, ১৬ মার্চ, ২০২২

তিনি আরও বলেন, দেশ মাতৃকার টানে সেনাবাহিনীর ভূকিকা প্রশংসনীয়। বিশ্ব দরবারে সেনাবাহিনীর সুনাম দিন দিন বেড়েই চলছে। দেশের অর্থনৈতিক অবস্থানে বলিষ্ঠ ভূমিকা রাখছে সেনাবাহিনীর সহযোগী প্রতিষ্ঠান সেনাকল্যাণ ট্রাস্ট। দেশে ভোগ্যপণ্যসহ নানাবিধ সুবিধা মেটাতো সেনাকল্যাণ সংস্থাটি আর্তমানবিক প্রতিষ্ঠানের মতো কাজ করছে। যা আমাদের দেশের অর্থনৈতিক শক্তির যোগান দিতে বলিষ্ঠ ভূমিকা রাখছে।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সেনাকল্যাণ ট্রাস্টের তৈরী এলিফ্যান্ট সিমেন্ট ও সেনা সিমেন্ট এর গুণগত মান নিয়ে ক্রেতা বিক্রেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জানা যায়, বাংলাদেশ সামরিক বাহিনীর দক্ষ প্রকৌশলীদের বিশেষ তত্ত্বাবধানে উৎপাদিত সেনা ও এলিফ্যান্ট ব্রান্ড সিমেন্ট এর গুণগত মান অত্যন্ত ভালো। আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এই কোম্পানীর এসব পণ্য ও নির্মাণসামগ্রী পণ্য।

সেনা পণ্যের স্থানীয় পরিবেশক এম এ কাসেম এন্টারপ্রাইজের আয়োজনে মঙ্গলবার দুপুর ১টায় দাউদকান্দি পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে এক স্বাগত বক্তব্যে কোম্পানির পরিবেশক মোহাম্মদ সাহাদত হোসেন সেনা কল্যাণ কোম্পানির পণ্য সামগ্রীর গুণগত মান সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন।

এতে আরও বক্তব্য দেন- মেজর(অব.) বিল্লাহ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল, সাবেক কমান্ডার সোহরাব হোসেন, সাবেক কমান্ডার খোরশেদ আলম, ক্রীড়াব্যক্তি নাজমুল হুসেন সরকার, সমাজ সেবক মহিউদ্দিন সরকারসহ আরো অনেকে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT