বছরের প্রথম করোনায় মৃত্যুবিহীন দিন
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার বিকেল ০৫:৪৩, ১৫ মার্চ, ২০২২
চলতি বছরে করোনায় প্রথম মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২১৭ জনের। আগের দিন দেশে করোনায় মৃত্যু হয়েছিল ১ জনের, রোগী শনাক্ত হয়েছিলেন ২৩৯ জন।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি জানানো হয়। এর আগে গত বছরের ২১ নভেম্বর ও ৯ ডিসেম্বর দেশে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়েছিল ২০২০ সালের ১৮ মার্চ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সারা দেশে ১৪ হাজার ৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৫৪। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৭৫।
দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার। গত ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়িয়ে যায়।
সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরেই ছিল। এরপর নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমছে। দেশে করোনার সংক্রমণ কমায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ।
করোনায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১১২ জন, সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৪ হাজার ৪০৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬০০ জন।