ঢাকা (বিকাল ৫:৫১) শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং

মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

<script>” title=”<script>


<script>

মেঘনা নদীর ভাঙনের কবলে পড়ে মো. জসিম (৪০) নামের এক জেলে নিখোঁজ হয়েছে।

শুক্রবার (২৪জুলাই) সকাল সাড়ে ১০টায় ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া এলাকার বান্দের ঘোড়া সোজাসোজি মেঘনা নদীতে এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার ভোর থেকে মেঘনা কিনার জাইজাল দিয়ে মাছ ধরতে যায় চরফ্যাশন উপজেলা
আয়েশা গ্রামের মো.জসিম। সকাল সাড়ে ১০টার দিকে বেতুয়া বান্দের গোড়া সোজাসোজি মেঘনা নদীতে
জাল মেরে টান দিতে গিয়ে ভাঙনের চাপায় পড়ে নদীতে তলিয়ে যায় সে।

প্রত্যেক্ষদর্শী শাহাজান মাঝি জানান, আমি আর জসিমে একসাথে নদীর কিনারা কিনারা থেকে জাইজাল
মারতেছি। হঠাৎ চোখের পলকে কি দেখলাম জসিমের পায়ে তলার মাটি নিচের দিকে দেবে গেলে জসিম
পানির মধ্যে পড়ে যায়। আমি দৌড়ে নদীতে ঝাপ দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করছি। কিন্তু নদী স্রোত
থাকার কারণে তাকে খুঁজে পাইনি।

ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসকর্মীরা উপস্থিত হলেও স্থানীরা পানিতে নেমে খোঁজা-খুঁজির পর জসিমকে আর পাওয়া যায়নি। তাকে উদ্বারে বরিশাল থেকে ডুবোরি দল আসবে বলে ফায়ার সার্ভিসকর্মীরা এই প্রতিনিধিকে জানিয়েছেন। রাত ৮ টায় পর্যন্ত খোঁজা-খুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

বেতুয়াঘাট মৎস্য ব্যবসায়ী জসিম হাওলাদার বলেন, মেঘনার কিনারা দাঁড়িয়ে জাইজাল মারছে জসিম।
কিন্তু জালের রশি তার হাতে আটকানো ছিল। তারপরও তাকে কেন পাওয়া যায়নি সেটা একমাত্র
আল্লাহপাকই ভালো জানেন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT