ঢাকা (সন্ধ্যা ৭:১৯) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

জ্বালানির দাম কমানো হয়েছে জনগণকে কিছুটা স্বস্তি দিতে:-প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার সন্ধ্যা ০৬:৩৮, ৩০ আগস্ট, ২০২২

জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর পর আজ (৩০ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণকে কিছুটা স্বস্তি দিতে দাম কমানো হয়েছে।

বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না তা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের বিরুদ্ধে নেওয়া কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।

মঙ্গলবার (৩০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

৫ আগস্ট জ্বালানী তেলের দাম রেকর্ড পরিমাণে বাড়ায় সরকার। যার ফলে পরিবহন ভাড়া, পণ্যের দাম এবং কারখানার খরচে বিশৃঙ্খলভাবে বৃদ্ধি পেতে থাকে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সেদিন ডিজেলের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বর্তমানে দেশের অন্যতম আলোচিত বিষয় যা ইতোমধ্যে চলমান উচ্চ মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে তুলেছে, এতে চরম দুর্ভোগে পড়েছে মানুষ।

এরপর ২৮ আগস্ট, পণ্যের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণের জন্য ডিজেলের উপর ১০ শতাংশের এর বেশি আমদানি শুল্ক কমায় সরকার।

পরের দিন জ্বালানি মন্ত্রণালয় ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ৫ টাকা কমায়।

ডিজেল ও কেরোসিনের দাম এখন প্রতি লিটার ১০৯ টাকা, পেট্রোল ১২৫ টাকা ও অকটেন ১৩০ টাকা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT