ঢাকা (সন্ধ্যা ৭:৪৩) রবিবার, ১২ই মে, ২০২৪ ইং
শিরোনাম
Meghna News দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাশের হার ৯০.৯৩, ৪১ জন জিপিএ-৫ Meghna News দাখিল ফলাফল ২০২৪ – ব্রাহ্মনচর নোয়াগাঁও আলিম মাদ্রাসা, মেঘনা Meghna News এসএসসি ফলাফল ২০২৪ – সোনারচর উচ্চ বিদ্যালয়, মেঘনা Meghna News এসএসসি ফলাফল ২০২৪ – শেখেরগাঁও আব্দুল অদুদ মুন্সি উচ্চ বিদ্যালয় Meghna News এসএসসি ফলাফল ২০২৪ – মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, মেঘনা Meghna News এসএসসি ফলাফল ২০২৪ – মুগারচর কে.আলী উচ্চ বিদ্যালয়, মেঘনা Meghna News এসএসসি ফলাফল ২০২৪ – মেঘনা উপজেলা আইডিয়াল উচ্চ বিদ্যালয়, মেঘনা Meghna News এসএসসি ফলাফল ২০২৪ – সাহেরা-লতিফ মেমোরিয়াল গার্লস উচ্চ বিদ্যালয় Meghna News এসএসসি ফলাফল ২০২৪ – লুটেরচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়, মেঘনা Meghna News এসএসসি ফলাফল ২০২৪ – দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়, মেঘনা

করোনায় মৃত বৃদ্ধার সৎকার করলো স্বেচ্ছাসেবী সংগঠন “এসো গৌরীপুর গড়ি”



একদিকে করোনা ভীতি ও অন্যদিকে ভারী বৃষ্টির কারনে করোনায় মৃত স্থানীয় এক ৮০ বছরের বৃদ্ধার সৎকারে গভীর রাতে এগিয়ে আসছিলেন না কেউ। এ খবর পেয়ে ছুটে আসেন “এসো গৌরীপুর গড়ি” নামে স্থানীয় সংগঠনের স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা।

শুক্রবার (৬ আগস্ট) দিনগত রাত ৩ টার দিকে ময়মনসিংহের গৌরীপুর পৌর শ্মশানে করোনা ভীতি উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে ওই মৃত বৃদ্ধার সৎকার কাজ সম্পন্ন করেন তারা। এ সৎকারের ঘটনাটি ফেইসবুকে ভাইরাল হলে স্থানীয় লোকজনের অনেকেই এ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মহৎ কাজের জন্য সাধুবাদ জানান।

এ সৎকার কাজে অংশ নেন এসো গৌরীপুর গড়ি সংগঠনের প্রধান সম্বয়ক আবু কাউছার চৌধুরী রন্টি, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ বিপ্লব, সদস্য শংকর ঘোষ পিলু, প্রদীপ রানা, সুশান্ত চন্দ্র রায় প্রমুখ।

শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গৌরীপুর পৌরসভার মধ্যবাজার এলাকার স্বর্গীয় শংকর লাল দাসের স্ত্রী নিয়তি রানী মারা যান। মৃত্যুর পর তার মরদেহ গৌরীপুরে নিয়ে আসা হলে করোনা ভীতি ও বৃষ্টির কারনে গভীর রাতে কেউ সৎকারে এগিয়ে আসেনি। এসময় খবর পেয়ে সৎকার কাজ সম্পন্ন করেন এসো গৌরীপুর গড়ি সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্যরা।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ বিপ্লব জানান, করোনাকালে অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এসো গৌরীপুর গড়ির সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্যরা। করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে বাড়িতে বিনামুল্যে তারা অক্সিজেন সেবা দিয়ে আসছেন। পৌর শহরের বিভিন্ন পয়েন্টে বিনামুল্যে পালস অক্সিমিটারের ব্যবস্থা করেছেন। এছাড়াও বিনামুল্যে সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন বলে জানান তিনি।

সংগঠনের প্রধান সম্বনয়ক আবু কাউছার চৌধুরী রন্টি জানান, করোনাকালে তাদের এ স্বেচ্ছাসেবামূলক কর্মসূচী অব্যাহত থাকবে। এ কর্মসূচী অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT