ঢাকা (সকাল ৭:৫৩) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সুনামগঞ্জ-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী কে এই এড.রঞ্জিত সরকার?

মোবারক হোসাইন মোবারক হোসাইন Clock শনিবার সন্ধ্যা ০৭:১০, ১৪ অক্টোবর, ২০২৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী কে এই এডভোকেট রঞ্জিত সরকার?

এডভোকেট রঞ্জিত সরকার তিনি তিনি সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল তাহিরপুর উপজেলার কৃতি সন্তান, সিলেট জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য।

 

কিভাবে উত্থান হলো রনজিত সরকারের? সিলেট আওয়ামিলীগের রাজনীতির বর্তমান সমসাময়িক নেতাদের মধ্যে স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যারা রাজনীতির মাঠে অসামান্য অবদান রেখে যাচ্ছেন তাঁদের মধ্যে এডভোকেট রঞ্জিত সরকারের নাম কোন ভাবেই ক্রমানুযায়ী নীচের দিকে রাখা সম্ভব নয়. সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে জন্ম নিয়ে হাওরের আফালের সাথে যুদ্ধ করে উচ্চ শিক্ষার ব্রতে সিলেট পদার্পণকারী রঞ্জিত সরকার কলেজ জীবনের শুরুতেই তাঁর রাজনৈতিক নৈপুণ্য দেখিয়ে নেতাদের দৃষ্টি কাড়তে সক্ষম হন৷

 

সারাদেশ জুড়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন তুঙে৷ সিলেট শহরে সামনের কাতারে থেকে যারা আন্দোলনকে বেগবান করেছিলেন নির্যাতিত হয়েছিলেন এডভোকেট রঞ্জিত সরকার তাঁদের মধ্যে অন্যতম একজন, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি থাকাকালীন ১৯৮৯ সালে দীর্ঘ ১বছর স্বৈরশাসকের কারাগারে বন্দী ছিলেন তিনি।

তিনি যখন সিলেট জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য তখন জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি ক্ষমতায়, সিলেট শহরে বিএনপি এবং জামাতের একচ্ছত্র আধিপত্য, এই আধিপত্য রোধে সিলেটের ছাত্রলীগের অসামান্য অবদানের গৌরবোজ্জ্বল.অংশগ্রহণের কারণে ১৯৯৩ সালে কারান্তরিত রঞ্জিত সরকারকে ৩মাসের ডিটেনশনে থাকতে হয়৷ বিএনপির দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে ১৯৯৫সালে আবারো ৪মাসের ডিটেনশনে ছিলেন সাবেক এই ছাত্রনেতা৷

 

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারীর প্রহসনের নির্বাচন প্রতিহত করতে গিয়ে ছাত্রদলের সন্ত্রাসীদের ছোড়া বোমার আঘাতে ক্ষতবিক্ষত রঞ্জিত সরকার দুটি চোখই হারাতে বসেছিলেন৷ তৎকালীন বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সরাসরি তত্বাবধানে ভারতে চিকিৎসা নিয়ে মোটামুটি সুস্থতা লাভ করা রঞ্জিত সরকার ১৯৯৭ সালে সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দ্বায়িত্বের অবতীর্ণ হন৷

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যাকারীদের বিচারের রায় দ্রুত বাস্তবায়নের আন্দোলন ও সিলেট বিভাগীয় আন্দোলনেরও একজন অগ্রসৈনিক.আওয়ামী লীগের চরম দুঃসময়ে নিজের সুবিশাল বুক চেতিয়ে দিতে কখনো কার্পণ্য না করা মানুষটিকে বিএনপি জামাতের স্টিমরোলারে পিষ্ট করে ২০০১ সালে ক্ষমতা গ্রহণের পরপরই৷ ২০০১সালে গ্রেফতার হয়ে প্রায় তিন মাস কারাবাস করেন.বিএনপি জামাতের সরাসরি পৃষ্টপোষকতায় সোনার বাংলা জঙ্গিবাদের আস্তানায় পরিনত হচ্ছে, সিলেটসহ সারাদেশে প্রায় প্রতিদিন বোমার স্প্রিন্টারে ক্ষতবিক্ষত, লাশ হচ্ছে আওয়ামী লীগ তথা অসাম্প্রদায়িক চেতনার জনগোষ্ঠী৷ সিলেট মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রঞ্জিত সরকারও সেদিন সামনের কাতারে থেকে সিলেটের ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছেন বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সকল আন্দোলনের.আন্দোলন সংগ্রামের সামনের সারির নেতা হিসেবে ২০০৩ সালে গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার করে চারদলীয়জোট জঙ্গি সরকার৷ রিমান্ডে থাকা ১৭ দিনের অমানুষিক নির্যাতন সহ্য করা ছাত্রনেতা প্রায় ৪মাস কারাভোগ করেন.বিরোধী দলের রাজনীতি করাকালীন সময়ে কর্মীদের আগলে রাখতে বুক চেতিয়ে দেওয়া এই সফল ছাত্রনেতা ১/১১ সময়ে জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের প্রতিবাদ মিছিল করে নির্বাসিত ছিলেন দীর্ঘদিন, এই সফল ছাত্রনেতা রঞ্জিত সরকারকে সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব দিয়ে পুরষ্কৃত করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বর্তমানে তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন সহ নবগঠিত সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত হন.কর্মী বান্ধব এই নেতা তাঁর জন্মস্থান তাহিরপুর- জামালগঞ্জ -ধর্মপাশা, ও মধ্যনগরের মানুষের সুখে দুঃখে ছুটে যাচ্ছেন বারবার৷ ২০১৭ সালের অকাল বন্যায় যখন সুনামগঞ্জের হাওর পাড়ের মানুষ দিশেহারা তখন বসে থাকেননি রঞ্জিত সরকার৷ নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে কৃষকের পাশে থেকেছেন বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে সিলেট নগরীসহ তাঁর নিজ এলাকা জামালগঞ্জ- তাহিরপুর- ধর্মপাশা- মধ্যনগরের অসহায় মানুষের মধ্যে ত্রান-সাহায্য নিয়ে হাজির হয়েছেন৷ শ্রমিক সংকটে যাতে কৃষকের ধান গোলায় তুলতে কষ্ট না হয় প্রায় ১ মাস সাধ্যানুযায়ী ছিলেন হাওরপাড়ে,

বাইশের বন্যায় যখন স্থানীয় নেতারা ভয়ে নিরাপদ দুরত্বে পাড়ি দিয়েছিলেন তখন রনজিত সরকারই প্রথম শহর ছেড়ে ছুটে আসেন সুনামগঞ্জ-১ আসনের মানুষের পাশে দাড়ানোর জন্য। সাধ্যমতো সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছিলেন।

অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল পথিকৃৎ রঞ্জিত সরকার একদিনের তৈরি নয়. বারবার ধংস হয়েই আবার নতুন করে সৃষ্টি হতে অভ্যস্ত. সুনামগঞ্জ এক আসনের তৃনমুল আওয়ামীলীগ ও জনসাধারণের সাথে কথা বললে তারা বলেন, আমরা সুনামগঞ্জ ১ আসনের তৃনমুল আওয়ামীলীগ ও সাধারণ মানুষ উনাকে নিয়ে গর্ব করি বর্তমান তরুণ প্রজন্ম মনে করে সুনামগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন এর যোগ্য দাবিদার এডভোকেট রঞ্জিত সরকার, এইরকম দক্ষ এবং দৃঢ়চিত্তের মনোভাব সম্পন্ন নেতাই বর্তমানে সকলের কাছে গ্রহণযোগ্য। এরকম একজনকে আমাদের প্রতিনিধি করতে পারলে আমাদের তৃণমূল কর্মীরা আরো বেগবান হবে, তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আকুল আবেদন রইল যোগত্যা দেখে রাজনৈতিক সম্পুর্ন একজন ব্যাক্তি যিনি ছাত্রলীগ করে যুবলীগ করে আজ আওয়ামীলীগ কে নেত্বেত দিচ্ছেন এমন একজন ক্লীন ইমেজের প্রার্থী জননেতা বাবু এডভোকেট রণজিত সরকার কে আপনি নৌকা উপহার দিবেন এই প্রত্যাশায় করেন সুনামগঞ্জ ১ আসনের তৃণমূলের আওয়ামীলীগের নেতা কর্মীরা ও সাধারণ সুবিধা বঞ্চিত মানুষ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT