ঢাকা (রাত ৪:২৩) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সিরিজের চতুর্থ টি-২০ তে অস্ট্রেলিয়ার জয়

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock রবিবার রাত ০৩:১০, ৮ আগস্ট, ২০২১

১০৫ রানের ছোট লক্ষ্য। এই রান তাড়া করতেও শুরুতে উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। ফলে আশা জাগে বাংলাদেশের। কিন্তু সাকিব আল হাসানের এক ওভার এলোমেলো করে দেয় সব। এক ওভারে ৫ ছক্কায় ৩০ রান দেন তিনি। ওই এক ওভারেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়া পায় চলতি সফরে নিজেদের প্রথম জয়।

সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধান আনল ম্যাথু ওয়েডের দল।

শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১০৪ রান করে বাংলাদেশ। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ ২৮ রান করেন মোহাম্মদ নাঈম। জবাব দিতে নেমে ছয় বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ৩ রানের মাথায় হারায় অধিনায়ক ম্যাথু ওয়েডকে। এরপর হারিয়েছে আরেকটি উইকেট। কিন্তু সাকিব আল হাসানের এক ওভার পাল্টে দেয় দৃশ্যপট। অসি তারকা ক্রিস্টিয়ানকে এক ওভারে ৫ ছক্কায় ৩০ রান দেন সাকিব। ওই ওভারেই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় অস্ট্রেলিয়া।

ইনিংসের চতুর্থ ওভারটি বিভেষিকাময় ছিল সাকিবের জন্য। সাকিবের ছিল সেটি দ্বিতীয় ওভার। প্রথম বলেই ফ্লিক করে লং অন দিয়ে ছক্কা হাঁকান ক্রিস্টিয়ান। পরের দুটি ছক্কা মারেন স্লগ করে মিড উইকেট দিয়ে। চতুর্থ বলটিতেও সজোরে মারেন ক্রিস্টিয়ান। কিন্তু টাইমিং ঠিকঠাক হয়নি। পরের দুই বলে আবার দুটি ছক্কা মারেন ক্রিস্টিয়ান। একটি লং অন দিয়ে অন্যটি মিড উইকেট দিয়ে। ওই এক ওভারে ৩০ রান পায় অস্ট্রেলিয়া।

মূলত ওই ওভারেই বাংলাদেশের আশা মিলিয়ে যায়। এরপর অবশ্য ভয়ংকর হওয়া ক্রিস্টিয়ানকে ফিরিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান মুস্তাফিজ। মুস্তাফিজের কাটারে বিভ্রান্ত হয়ে যান ক্রিস্টিয়ান। তবে ব্যাটে-বলে হয়নি। দ্বিতীয় বলে খানিকটা জায়গা বানিয়ে সজোরে ব্যাট চালান। বল যায় সোজা পয়েন্টে। সেখানে থাকা শামীম হোসেন ক্যাচ লুফে নেন। ১৫ বলে ৩৯ করে ফেরেন তিনি।

ক্রিস্টিয়ান ফেরার পর রান আউটে কাটা পড়েন হেনরিকেস। সাকিবের বলে সোজা ড্রাইভ খেলেন মিচেল মার্শ। ক্রিজ থেকে বেরিয়ে আসেন হেনরিকেস। রান আউট করে ফেরাতে ভুল করেননি সাকিব।

এরপর অ্যালেক্স ক্যারিকে আউট করেন মুস্তাফিজ। দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে ক্যারিকে ফাঁদে ফেলেন তিনি। এরপর মেহেদী মিচেল মার্শকে আউট করলে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। কিন্তু লড়াই ফিরলেও অল্প রানের পুঁজি নিয়ে জেতা সম্ভব হয়নি বাংলাদেশের।

এদিন উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতেই ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। কিন্তু আগে ব্যাটিংয়ের সুবিধাটা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। গত তিন ম্যাচে ধারাবাহিক ব্যর্থ হওয়া সৌম্য সরকার এই ম্যাচেও হতাশ করেছেন। তৃতীয় ওভারে জশ হেইজেলউডের রাউন্ড দ্য উইকেটে করা লেংথ বলটি ছিল অফ স্টাম্পের বাইরে। সৌম্য সেখান থেকেই পুল করতে যান। কিন্তু তার পজিশনই ঠিক ছিল না। সৌম্যের ব্যাটে লেগে বল উঠে যায় ওপরে। মিড অফে সহজ ক্যাচ লুফে নিয়ে সৌম্যকে সাজঘরের পথ দেখান অ্যালেক্স কেয়ারি।

আগের তিন ম্যাচে ৪ রান করা সৌম্য এবার করলেন এক বাউন্ডারিতে ১১ বলে ৮ রান। পুরো সিরিজে আজই প্রথম বাউন্ডারির দেখা পেলেন এই ওপেনার। সৌম্যের বিদায়ে ২৪ রানে ভাঙ্গে ওপেনিং জুটি।

সৌম্যের পর সাকিব আল হাসান নাঈমের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আগের দিনের সাকিবকে খুব একটা ছন্দে পাওয়া গেল না। ব্যাটিংয়ে ধুঁকতে দেখা যায়। ২৬ বল টিকে থাকলেও মাত্র ১৫ রান নিতে পেরেছেন তিনি। থিতু হয়ে জশ হেইজেলউডের বলেই আউট হন তিনি।

রাউন্ড দ্য উইকেটে হেইজেলউডের বল জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন সাকিব। টাইমিং ঠিক হয়নি। বল চলে যায় কিপারের হাত। সাকিব ফেরার পর একে একে ব্যর্থতা দেখা মাহমুদউল্লাহ, নুরুল হাসান সোহান।

আগের ম্যাচে হাফসেঞ্চুরি করা অধিনায়ক মাহমুদউল্লাহ আজ রানের খাতাই খুলতে পারেননি। মিচেল সোয়েপসনের ফুল লেংথ বল সুইপ করতে গিয়ে লাইন মিস করেন মাহমুদউল্লাহ। বল টার্ন না করে সোজা গিয়ে লাগে মাহমুদউল্লাহর প্যাডে। রিভিউ নেননি অধিনায়ক। ফিরে যান সাজঘরে।

মাহমুদউল্লাহর পর সোহানকেও নিজের শিকার বানান সোয়েপসন। অসি তারকার গুগলি সোহান বুঝে ওঠার আগেই লেগে যায় প্যাডে। তিন রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে বাঁচাতে পারলেন না নাঈমও। সোয়েপসনের বলেই কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফেরেন তিনি। ওপেনিংয়ে নামা নাঈম করেন ২৬ রান। ৩৬ বলে তার ইনিংসে ছিল দুটি বাউন্ডারি। সবার স্লো গতির ব্যাটিংয়ের মাঝে ১৭ বলে ২০ রান করে আউট হন আফিফ।

অভিজ্ঞ ব্যাটসম্যানদের হারিয়ে মন্থর উইকেটে বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ১০৪ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে দারুণ করেছেন সোয়েপসন। মাত্র ১২ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন তিনি। ২৪ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন হেইজেলউড। তিন উইকেট নিয়েছেন অ্যান্ডু টাই। একটি নিয়েছেন অ্যাশটন অ্যাগার।

বাংলাদেশ :.২০ ওভারে ১০৪/৯ (সৌম্য ৮, নাঈম ২৬, সাকিব ১৫, মাহমুদউল্লাহ ০, আফিফ ২১, সোহান ২১, শামীম ৩ , মেহেদী ২৩, শরিফুল ইসলাম ০, নাসুম ২; হেইজেলউড ৪-০-২৪-২, সোয়েপসন ৪-০-১২-৩, টানার ৪-০-২২-০, অ্যাগার ৪-০-২২-১, টাই ৩-০-১৮-৩, হেনরিকেস ১-০-৫-০)।

অস্ট্রেলিয়া : ১৯ ওভারে ১০৫/৭ (ম্যাকডারমট ৫, অ্যালেক্স , মার্শ ১১,হেনরিকেস ৪, ম্যাথু ওয়েড ২ ,টার্নার ৭, অ্যাগার ২৭, ক্রিস্টিয়ান ৩৯, সাকিব ৪-০-৫০-০, মুস্তাফিজ ৪-১-৯-২, মেহেদী ৪-০-১৭-২, নাসুম ৪-০-১৭-১, শরিফুল ২-০-৮-১, মাহমুদউল্লাহ ১-০-৩-০)।

ফল : তিন উইকেটে জয়ী অস্ট্রেলিয়া।

সিরিজ : ৩-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT