ঢাকা (রাত ১১:৩০) রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News ধর্মপাশায় দুইজন দরিদ্র রোগীকে নগদ অর্থ সহায়তা প্রাদন অনুষ্ঠান Meghna News ৫০ মাসের বকেয়া বেতন প্রদাণের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন Meghna News আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় আসছে চীনের মেডিক্যাল টিম Meghna News ময়মনসিংহে সিপিবি’র সমাবেশ ও লাল পতাকার মিছিল Meghna News বাংলাদেশ স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সামাদ সভাপতি-জাহাঙ্গীর সম্পাদক Meghna News দেশে ডেঙ্গুতে আক্রান্ত ২৩ হাজার ছাড়ালো Meghna News খেলাধুলাকে কেন্দ্র করে বাকবিতন্ডা, ককটেল বিষ্ফোরণে আহত ২ Meghna News চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিন বন্ধের পর আবারো শুরু হয়েছে আমদানী রপ্তানী Meghna News সাঘাটায় পূর্ব শত্রুতার জের ধরে পথ রোধ করে মারপিট Meghna News দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ৩ হাজার টন ইলিশ

সারাদেশে শিক্ষক হত্যা ও লাঞ্চিত করার প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার রাত ০১:৩১, ৩০ জুন, ২০২২

সাভারে আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল সরকার খুন, নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার সরকার, গফরগাঁও সরকারি কলেজের প্রভাষক ইমরান হোসেনসহ সারাদেশে শিক্ষকদের লাঞ্চিত করার প্রতিবাদে ও  এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
বুধবার (২৯জুন/২০২২) বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

পৌর শহরের পুরাতন সোনালী ব্যাংক কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো. এমদাদুল হক।

সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক সাংবাদিক মো. রইছ উদ্দিন। সমাবেশে জড়িত সকলকে গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক একেএম মাজহারুল ইসলাম পলাশ, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আমিনুল হক, উদীচী গৌরীপুর শাখা সংসদের সভাপতি ওবায়দুর রহমান, বেসিক লানিং সেন্টারের পরিচালক এইচ টি তোফাজ্জল হোসেন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী আশিকুর রহমান রাজীব, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মো. ইয়াহিয়া, গৌরীপুর গণপাঠাগারের সহকারী পরিচালক সাংবাদিক আরিফ আহাম্মেদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে শিক্ষক হত্যা ও লাঞ্চিত করার প্রতিবাদ জানান।

এছাড়াও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ইসলামাবাদ আলিম মাদরাসার শিক্ষক মো. আলী জামান, মো. ইদ্রিস আলী, মোহাম্মদ আলী, মো. আল মাসুদ, মো. মাহাবুবুল আলম, নিবাস চন্দ্র বর্মন, সোহেল রানা, নহাটা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, কালিখলা বাজার রক্ষা কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম, পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুরাদ হোসেন, শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম রতন, প্রতিভা কোচিং সেন্টারের পরিচালক সমীরণ চন্দ্র দেবনাথ, উপজেলা মানবাধিকার কমিশনের সদস্য শিশির কুমার সরকার, মোস্তাফিজুর রহমান বুরহান, ঈশ্বরগঞ্জ সহকারী শিক্ষক সমিতির কাব স্কাউট সম্পাদক শেখ আরিফুল ইসলাম, উপজেলা স্বজন সমাবেশের সহ-সভাপতি মো. রমজান আলী মুক্তি, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এনামুল হাসান অনয়, শিক্ষার্থী প্রতীক, নিলয় খান, ইয়াছিন আরাফাত, ব্যবসায়ী মো. হারুন মিয়া প্রমুখ।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT