ঢাকা (সন্ধ্যা ৬:২৩) শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সংখ্যালঘু শব্দে বিএনপি বিশ্বাসী নয়: ড. খন্দকার মারুফ

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock মঙ্গলবার সকাল ০৮:৪৭, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, বিএনপি সংখ্যালঘু শব্দে বিশ্বাসী নয়। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, আস্তিক, নাস্তিক আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশের নাগরীক। এরই নাম হলো জাতীয়তাবাদ।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দাউদকান্দি পৌরসভার ড. মারুফ ভিলায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে আপনারা(হিন্দুরা) কাকে বেছে নিবেন তা ইতিমধ্যে ডাকসু নির্বাচনে জগন্নাথ হলে প্রমাণ দেখিয়েছেন। নির্বিঘ্নে দুর্গোৎসব পালনে বিএনপি সনাতনীদের পাশে থাকবে।

 

ড. মারুফ হোসেন বলেন, বিএনপির পছন্দ করে ভাই-বোনেরা ফ্যাসিস্ট সরকারের অধীনের নির্বাচনে তাদের রক্তচক্ষু উপেক্ষা করে আমাদেরকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছেন। তারা এবার বিতাড়িত। এখন অন্তবর্তীকালীন সরকার বলছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবেন। আমরা বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচনে বিএনপির ব্যালট বিপ্লব হবে ইনশাল্লাহ।

 

 

তিনি আরও বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়নের জন্য সকলকে নিয়ে কাজ করে যাচ্ছে৷এদেশে বসবাস করার জন্য জাতি ধর্ম বর্ন নির্বিশেষে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান করা৷ তাদের কল্যানে তাদের উন্নয়নে কিভাবে যুব সমাজের উন্নয়ন করা যায় সেটা যেই ধর্মের হোক না কেন আমরা বলেছি কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন করা৷

 

 

পৌর জাসাসের সদস্য সচিব মধু সরকারের সঞ্চালনায় পৌর বিএনপি সভাপতি নূর মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা উত্তর জেলা শাখার আহ্বায়ক দুলাল দেবনাথ।

এছাড়াও আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক বাবু অশোক সাহা ও সদস্য সচিব প্রাণ কৃষ্ণ আচার্য, উপজেলা বিএনপির সহ-সভাপতি জসীউদ্দিন আহাম্মেদ, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, ভিপি শাহাবউদ্দিন, যুগ্ম আহ্বায়ক বাবুল মোল্লা, খন্দকার বিল্লাল হোসেন সুমন, সালাউদ্দিন সরকার, মোস্তাক সরকার, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লিমন হোসেন, পৌর যুবদলের সদস্য রানা সরকার, পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT