ঢাকা (রাত ১২:৩৯) মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শোকের মাসে গৌরীপুরে ইউএনও’র মাস্ক বিতরণ কর্মসূচী

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শুক্রবার সকাল ১১:৫০, ১৩ আগস্ট, ২০২১

করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষার জন্য শোকের মাসে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ শুরু করেছেন মাস্ক বিতরণ কর্মসূচী।

শোকের মাসের লগো সম্বলিত কালো কাপড়ের তৈরী এ মাস্ক বিতরণ শুরু করেন তিনি আগস্টের প্রথম দিন থেকে।

এ কর্মসূচীর অংশ হিসেবে স্থানীয় সাংবাদিকদের ব্যবহারের জন্য গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসারের হাতে তুলে দেন তিনি এ মাস্কের একটি প্যাকেট।

ইউএনও হাসান মারুফ জানান, আগস্টের ১ম দিন থেকে তিনি এ মাস্ক বিতরণ কর্মসূচী শুরু করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ডাক্তার, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এ মাস্ক বিতরণ করা হচ্ছে।

পুরো শোকের মাস জুড়ে এ কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT