ঢাকা (সকাল ৯:৪১) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


শাহ্ আব্দুল করিমের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

মোঃইবাদুর রহমান জাকির,সিলেট মোঃইবাদুর রহমান জাকির,সিলেট Clock শনিবার রাত ০৮:৪৭, ১২ সেপ্টেম্বর, ২০২০

বাউল শাহ্ আব্দুল করিমের ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার।১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন এই বাউল সম্রাট। কিংবদন্তিতুল্য এই বাউল গানে-গানে অর্ধ শতাব্দীরও বেশি লড়াই করেছেন ধর্মান্ধদের বিরুদ্ধে।এ জন্য মৌলবাদীদের দ্বারা নানা লাঞ্ছনার শিকার হয়েছিলেন এই বাউল।তিনি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় গণসংগীত গেয়ে লাখ লাখ তরুণকে উজ্জীবিত করেছেন। পেয়েছেন একুশে পদক।

২০০৯ সালের ১২ সেপ্টেম্বর কোটি ভক্তকে ছেড়ে চলে যান এই বাউল। দেশে করোনা পরিস্থিতির কারণে তার মৃত্যুবার্ষিকী ঘিরে এবার কোনো আনুষ্ঠানিকতা করেননি তার স্বজন ও ভক্তরা। তবে আজ তার নিজ বাড়িতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

ইতিমধ্যেই বাউল সম্রাটের বাড়িতে নির্মাণ করা হয়েছে শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘর এবং আধুনিক সমাধিস্থল জাদুঘর ঘিরে প্রতিদিনই বসে করিম ভক্তদের গানের আসর। তার গান গেয়ে তার প্রতি শ্রদ্ধা আর গানের মধ্যে তাকে বাঁচিয়ে রাখতেই সবার মাঝে তার গান ছড়িয়ে দিতে চান ভক্ত আশেকানরা।শাহ আব্দুল করিমের জন্মভিটায় থাকার ব্যবস্থাসহ সংগীতালয় ও কমপ্লেক্স নির্মাণের দাবি করা হচ্ছে গত প্রায় এক দশক ধরে। একই সঙ্গে তার সুরধারাকে বিকৃতভাবে না গাওয়ার দাবিও তুলেছেন বাউল ভক্তরা।

বাউল শাহ আব্দুল করিমের ছেলে শাহ নুর জালাল জানান,করোনা পরিস্থিতির কারণে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১১তম মৃত্যুবার্ষিকীর কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। তবে তার মৃত্যুবার্ষিকী স্মরণে নিজ বাড়িতে আজ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন রাখা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT