ঢাকা (সকাল ৮:২২) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মৌলভীবাজারে বদলি জনিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার Clock মঙ্গলবার রাত ০১:৫৯, ১০ আগস্ট, ২০২১

গতকাল ৯ আগস্ট সোমবার বিকাল ৫ ঘটিকার সময় দৈনিক বাংলার দিন পত্রিকা অফিসে মৌলভীবাজার জেলা নাসিব এর সৌজন্যে বকসি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও শেকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায়  মৌলভীবাজার জেলার উপব্যবস্থাপক জহুরুল হক (ডিএম) এর বদলি জনিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহুরুল হক,বিসিক মৌলভীবাজার জেলা উপব্যবস্থাপক (ডিএম)।

এসময় বক্তব্য রাখেন মোঃ দুরুদ আহমদ,সাবেক সাধারণ সম্পাদক নাসিব মৌলভীবাজার জেলা, মোঃ জাকির হোসেন কোষাধ্যক্ষ মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম,নুরুন্নাহার পান্না নারী উদ্দোক্তা ও জয়ীতা শ্রীমঙ্গল উপজেলা, মিতালী রানি দাস নারী উদ্দোক্তা ও কার্যকরি সদস্য নাসিব মৌলভীবাজার জেলা, মোঃ রাসেল  আহমদ সদস্য নাসিব মৌলভীবাজার জেলা, মোঃ মেরাজ আলি সদস্য নাসিব মৌলভীবাজার জেলা,মোঃ বেলাল আহমদ,সদস্য নাসিব মৌলভীবাজার জেলা,ও মোহাম্মদ আলি প্রমুখ।

বিদায়ী বক্তব্যে বিসিক মৌলভীবাজার জেলার উপব্যবস্থাপক মোঃ জহুরুল হক (ডিএম) তার আবেগ গন বক্তব্যে বলেন, আমি কখনো ভাবতেই পারিনি চাকুরি জীবনে মৌলভীবাজার জেলা হবে আমার আরেক কর্মস্থল।কিন্তুু মৌলভীবাজার জেলায় আসার পর যখন দেখতে পেলাম মৌলভীবাজার বাসি যে এতো অতিথি পরায়ন। তাহাদের মধ্যে আন্তরিকতার কোন ঘাটতি নেই, আমার বিশ্বাস শুধু আমি না যে অফিসারই   মৌলভীবাজার আসুক সে অবশ্যই মৌলভীবাজার বাসির আন্তরিকতা ও অতিথেয়তায় মুগ্ধ হবে।তাই বিদায়ী মুহূর্তে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থি আপনারা আমার জন্য দোয়া করবেন যাহাতে আমি আমার নতুন কর্মস্থলে সঠিকভাবে সুস্থ অবস্থায় কাজ করতে পারি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT