ঢাকা (রাত ১১:১৪) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মৌলভীবাজারে আলোচিত নাজমুল হত্যার এজাহারভুক্ত দুই আসামী র‍্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত

মোঃ জাকির হোসেন ,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন ,মৌলভীবাজার Clock রবিবার সন্ধ্যা ০৬:৪৮, ৭ নভেম্বর, ২০২১

মৌলভীবাজার জেলার  শ্রীমঙ্গল উপজেলার মিরতিঙ্গা চা বাগান এলাকায় র‍্যাবের সাথে বন্ধুক যুদ্ধে কমলগঞ্জর আলোচিত নাজমুল হত্যার এজহারভুক্ত দুই আসামি নিহত হয়েছে।রোববার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, এজাহারভুক্ত ২ নং আসামী তোফায়েল আহমেদ (৩৫) ও ৮নং এজহার ভুক্ত আসামী শহীদ মিয়া (৪০)।

র‍্যাব জানায় শনিবার গভীর রাতে শ্রীমঙ্গল উপজেলার মিতরিঙ্গা চা বাগান এলাকায় কয়েক জন সন্ত্রাসী অবস্থান করছে। এ খবরে র‍্যাবের একটি টিম ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা র‍্যাবকে গুলি করে। এসময় র‍্যাবও পাল্টা গুলি করলে ২ জন সন্ত্রাসী আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে ২টি রিভলবার সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর দুপুর ২ টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে নাজমুল হাসান (৩৫) নামে এক ব্যবসায়ী নেতাকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর সিলেটের একটি হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা ৭ টায় নাজমুল হাসানের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল ক্যাম্পের আধিনায়ক বসু দত্ত চাকমা জানান, এ ঘটনায় র‍্যাবের ৩ জন সদস্য আহত হয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT