ঢাকা (দুপুর ১:৪৮) শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সিলেটে আজকালের আলো সাহিত্য সম্মাননা ২০২৪ অনুষ্ঠিত Meghna News দেশ-মাটি ও সমাজের প্রতি আমাদের আলাদা দায়িত্ব রয়েছে- সম্পাদক সাইফুল আলম Meghna News শেখ হাসিনা’র বিচারের দাবিতে গৌরীপুরে জনসভা Meghna News গৌরীপুর প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আব্দুর রহমানের ১২তম মৃত্যবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া Meghna News চাঁপাইনবাবগঞ্জে পেয়ারা বাগানে পড়ে ছিল আওয়ামীলীগ নেতার মরদেহ Meghna News পুনরায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন জসীমউদ্দীন Meghna News চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্তে ৪ বাংলাদেশী আটক Meghna News বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে গৌরীপুরে ৩১দফা উপস্থাপন Meghna News গৌরীপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে সেরা স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা Meghna News তৃতীয় দিনে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে ড. ইউনূস

Join Bangladesh Navy


মেজর সুমন বনাম ব্যারিস্টার সুমন : গোল শূন্য ড্র ফুটবল ম্যাচ

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock সোমবার রাত ১০:৪৮, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলা দেখতে নানান বয়সী ও বিভিন্ন পেশার হাজারো দর্শনার্থীরা ভিড় জমায়।

 

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার গোয়ালমারী ইউনিয়নের জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়াম মাঠে ব্যারিষ্টার সৈয়দ সাইদুল হক সুমন একাডেমি বনাম দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন একাডেমি মধ্যেকার প্রীতি ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়৷

 

আয়োজক কমিটি জানায়, স্থানীয় এমপি মেজর জেনারেল(অব.)সুবিদ আলী ভূঁইয়ার উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল প্রীতি ম্যাচে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একাডেমি বনাম দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর(অব.)মোহাম্মদ আলী সুমন একাডেমির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

এতে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একাডেমি ০-০গোলে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর(অব.)মোহাম্মদ আলী সুমন একাডেমি সঙ্গে ম্যাচ ড্র করলেও সম্মান সূচক তার হাতে ট্রফি তুলে দেন এমপি সুবিদ আলী ভূঁইয়া৷খেলায় ম্যান অব দ্যা ম্যাচ ঘোষিত হন ব্যারিস্টার সুমন৷

 

খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মেজর জেনারেল(অব.)সুবিদ আলী ভূঁইয়া৷

 

উপজেলার ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক খোরেশদ আলম টাইগারের তত্ত্বাবধানে ও ক্রিড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসানের সভাপতিত্বে ফুটবল প্রীতি ম্যাচে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,এমপির সহধর্মিনী মাহমুদা ভূঁইয়া,মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক, সেকেন্ড অফিসার এসআই রওশন জামান,

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ,বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন,ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজ্জামেল হক,ক্রিড়াবিদ কামরুল হাসান গরিবসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ৷

 

এ বিষয়ে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া বলেন, ফুটবল খেলাটি দেখতে স্থানীয় ও দুর-দুরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায়। গ্রামবাংলার ঐতিহ্য ও বর্তমান যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে দূরে রাখতে ফুটবল ও গ্রামীণ খেলার কোনো বিকল্প নেই বলে তিনি এ কথা বলেন৷




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT