ঢাকা (রাত ১:৫০) বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন কৃষক দলের কমিটি গঠন Meghna News সামরিক আইনের ঘোষণা তুলে নিতে বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট Meghna News বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারত: মির্জা ফখরুল Meghna News মালয়েশিয়ায় রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে গাইবেন কাজল আরিফ Meghna News হাসিনার পররাষ্ট্রনীতি এখন আর নেই, ভারতকে স্মরণ করালেন মুশফিক Meghna News সব রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকালে Meghna News গৌরীপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান Meghna News বাংলাদেশে প্রবেশ চেষ্টায় ভারতীয়রা : সতর্ক অবস্থানে সিলেট প্রশাসন Meghna News সিলেট চা শ্রমিকদের কর্ম বিরতি : বাগান গুলোতে দৈন্যদশা Meghna News লোহাগড়ায় কৃষক দলের কমিটি গঠিত

Join Bangladesh Navy


মেঘনাবাসীর উদ্দেশ্যে দু’টি কথা : তাজুল ইসলাম তাজ

তাজুল ইসলাম তাজ

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শুক্রবার রাত ০৮:৫৩, ১২ এপ্রিল, ২০১৯

প্রিয় মেঘনাবাসী,
আসসালামু আলাইকুম। আমার সালাম নিবেন। গত ৩১ মার্চ যে নির্বাচন হয়েছে তারমধ্যে ২২টিতে আনারস, ১১টিতে নৌকা জয় লাভ করেছে এবং দুইটি কেন্দ্রের ভোট স্থগিত আছে। ১১টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রে সীল মারা হয়। ৮টি কেন্দ্রে সীল মেরেও ভোটের ব্যবধান এক হাজার নয়শো সাইত্রিশ (১৯৩৭)। ইতিমধ্যে নির্বাচনের আগেরদিন ৩০মার্চ প্রতিটি ইউনিয়নে আমার অগনিত নেতাকর্মীদের বিজিবি দিয়ে হামলা চালানো হয় এবং অসংখ্য নেতাকর্মীকে মারপিট এবং জখম করে হাসপাতালে পাঠায়। এখনো অনেক নেতাকর্মী হাসপাতালে চিকিৎসাধীন আছে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। এর কি কোন প্রতিবাদ হবে না? যদি হয়েই থাকে বা যদি বিচার চান তবে আগামী ১৭ই এপ্রিল স্থগিত দুটি কেন্দ্রের ভোটারদের প্রতি আমার আকুল আবেদন- অত্র এলাকার ভোটাররা যে যেখানেই থাকেন না কেন, দয়া করে ভোটের দিন ভোট কেন্দ্রে এসে জুলুম অত্যাচারের জবাব ব্যালটের মাধ্যমে দিন এবং একে অন্যকে বলুন- ” নিজে বাঁচব, মেঘনাকে বাঁচাবো, আনারস মার্কায় ভোট দিব”
আমার প্রিয় মেঘনাবাসী আপনারা জানেন আপনাদের ভোটে নির্বাচিত ভাইস চেয়ারম্যানের দায়িত্ব বিগত ৫টি বছর পালন করেছি। আমি আপনাদের পরিক্ষিত, আমি আপনাদের কাছের মানুষ। যখন আমাকে ডাকেন আপনাদের পাশে থাকার চেষ্টা করি। নানাভাবে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের দিক বিবেচনা করে আমি দু’টি এম্বুলেন্স দিয়েছি, তার একটাই লক্ষ যে- মেঘনার প্রত্যেকটি ঘরে ঘরে সেবা পৌঁছে দেয়া। আমি উপজেলা চেয়ারম্যান হতে পারি কিনা জানিনা। তবে আপনাদের যে ভালোবাসা পেয়েছি, তা আমার সেবার তুলনায় অনেক বেশি। যা কখনো ভুলার মতো নয়। আমি মেঘনাবাসীর নিকট চিরকৃতজ্ঞ ও ঋণী। আমি আপনাদের ঋণ পরিশোধ করার জন্য এবং মেঘনাবাসীর সেবা করার জন্য আবারো আমাকে আনারস মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে মেঘনার সেবা করার সুযোগ দিন।

——— তাজুল ইসলাম (তাজ)




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT