ঢাকা (দুপুর ১:২৮) রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ভোলায় ২৫ বোতল ফেনসিডিলসহ ২ যুবক আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock মঙ্গলবার রাত ১০:০০, ২৫ জানুয়ারী, ২০২২

ভোলায় ২৫ বোতল ফেনসিডিলসহ ফয়সাল আহম্মেদ (২৩) ও রিয়াজুল ইসলাম (২১) নামের দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।

গতকাল সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা ফেরিঘাটস্থ ২নং পল্টুন এলাকার মালিকানাধীন বনি আমিন টেলিকমের সামনের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মো.ফয়সাল আহম্মেদ ও মো. রিয়াজুল ইসলাম উভয় থানা- কুমিল্লা সদর দক্ষিন জেলা।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শেখ মাহাবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা ফেরিঘাটস্থ ২নং পল্টুন এলাকার মালিকানাধীন বনি আমিন টেলিকমের সামনে এলাকায় অভিযান চালিয়ে মো.ফয়সাল আহম্মেদ ও মো. রিয়াজুল ইসলাম নামের দুই যুবককে ২৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT