ঢাকা (সন্ধ্যা ৬:২৬) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা জেলা ২১৩২ বার পঠিত
পানিতে ডুবে মৃত্যু

কামরুজ্জামান শাহীন কামরুজ্জামান শাহীন Clock শনিবার সন্ধ্যা ০৬:২১, ৩০ ডিসেম্বর, ২০২৩

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. শাফওয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ৩ নং ওয়ার্ডের শশীভূষণ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শিশু মো. শাফওয়ান ওই এলাকার মো. মিনহাজের ছেলে।

 

জানা যায়, শনিবার সকালে শিশুটি উঠানে খেলা করছিল। মা ও পরিবারের সদস্যরা অন্য কাছে ব্যস্ত ছিলেন। ফিরে এসে দেখেন শিশুটি উঠানে নেই। আশপাশে খোঁজাখুঁজি করতেই শাফওয়ানকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃতু ঘোষনা করেন। অবুঝ শিশুকে হাড়িয়ে মা-বাবা ও পরিবারে চলছে শোকের মাতম ও দিশেহারা।

 

শশীভূষণ থানার অফিসার (ওসি) মু. এনামুল হক বলেন, এ বিষয়ে আমাদেরকে কেউ অবহিত করেননি। খবর নিয়ে দেখছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT